জিৎ মানেই লাখো লাখো বাঙালির হার্টথ্রব। জিৎদার ছবি মানেই আজও অনেকেই ফার্স্ট ডে ফার্স্ট শো দল বেঁধে হলে দেখতে যান। তবে এবার ইদে মুক্তি পায়নি জিতের কোনও ছবি। তবে আগামীতে আসছে তবে নত🔜ুন ছবি বꦡুমেরাং। আর সেই ছবি মুক্তি পাওয়ার আগেই একেবারে নতুন লুকে ধরা দিলেন জিৎ।
আরও পড়ুন: আমার ভিতর ও বাহিরে রবীন্দ্র সঙ্গীত! পঁচিশে বৈশাখে পোস্ট করে♑ ট্রোল্ড নুসরত
জিতের নতুন পোস্ট
এদিন জিৎ যে ছবিটি পোস্ট করেছেন সেখানে তাঁকে বিমানে চড়ে কোথাও যেতে দেখা যাচ্ছে। দাড়ি নেই। অথচ পেল্লাই স🌱াইজের একটি গোঁফ রয়েছে। এই ছবিটি পোস্ট করে এদিন জিৎ লেখেন, 'না, আমার পরবর্তী কাজের লুক একদম হুবহু এটাই নয়। তবুও দেখে কে কে বিষয়টা আন্দাজ করতে পারো।' জিৎ এই ছবিটি পোস্ট করার পরই সেই পোস্টের কমেন্ট সেকশন বন্যায় ভেসে গিয়েছে। এক ব্যক্তি লেখেন, 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের লুক। সেই পুরোনো জিতের লুক আবার ফিরে এসেছে।' দ্বিতীয় ব্যক্তি লেখেন 'সেই পুরোনো জিৎদাকে আবারও ফিরে পেতে চলেছি।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'লুকটা অনেকটা শত্রু বা পাওয়ার মুভির মতো। হয়তো আবার একটা নতুন চমক দিতে চলেছেন জিৎদা আমরা যেটার কল্পনা করিনি।' চতুর্থ জনের মতে, 'খাকি, দিবাকর সিংহ ফিরে এসেছে।' এদিন তাঁর পোস্টে অধিᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚকাংশ মানুষই লিখেছেন যে এটা জিতের খাকি সিরিজের লুক। যদিও এই বিষয়ে সোজাসুজি কোনও উত্তর দেননি অভিনেতা। খালি লিখেছেন, 'হুম। ধন্যবাদ।'
খাকি প্রসঙ্গে
কানাঘুষোয় শোনা যাচ্ছে নীরজ পাণ্ডের খাকি সিরিজেই নাকি দেখা যাবে জিৎকে। এই সিরিজের হাত ধরেই তিনি ডেবিউ করবেন OTT তে। তবে এটার থেকেও বড় চমক হল তাঁর সঙ্গে এখানে দেখা যাবে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে। হ্যাঁ, ইন্ডাস্ট্রির অন্দরে এমনই খবর শোনা যাচ্ছে। লোকসভা নির্বাচন মিটলেই শুরু হবে সিরিজেরﷺ কাজ। বিহার অধ্যায়ের পর এবার পালা বাংলার। এখানে নাকি তুলে ধরা হবে কলকাতা পুলিশের বিভিন্ন ঘটনা। এই সিরিজে নাকি গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরমব্রত চট্টোপাধ্যায় এ♏বং শাশ্বত চট্টোপাধ্যায়কেও। থাকতে পারেন গার্গী রায়চৌধুরী। তাঁর কাছেও নাকি একটি চরিত্রের অফার গিয়েছে। তবে শেষ পর্যন্ত কাদের এই ছবিতে দেখা যাবে সেটা সময়ই বলবে।
আরও পড়ুন: কবিতার উত্তর কবিতা𒅌তেই! রবি ঠাকুর আর গুলজারকে মেলালেন সৌরেন্দ্র-সৌম্য𝓡জিৎ
বুমেরাং প্রসঙ্গে
বুমেরাং ছবিটি পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন জিৎ এবং রুক্মিণী মৈত্র। অন্যান্য চর💃িত্রে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, দেবচন্দ্রিমা সিংহ রায়, অম্বরীশ ভট্টাচার্য প্রমুখ। এই ছবিটির প্রযোজনা করেছেন জিৎ, গোপাল মদনানি, অমিত জুমরানি। ไআগামী জুন মাসে মুক্তি পাচ্ছে ছবিটি