৮ মে রবীন্দ্র জয়ন্তী। আর রবীন্দ্রনাথের জন্মজয়ন্তী উপলক্ষে সকলে নিজের ন🀅িজের মতো করে এই বিশেষ দিন পালন করছেন। আর সেই দিন ♛উপলক্ষ্যে একটি বিশেষ পোস্ট করে চরম কটাক্ষের মুখে পড়লেন নুসরত জাহান। কিন্তু কী করেছেন তিনি?
আরও পড়ুন: রবির দিনেই উচ্চমাধ্যমিকের রেজাল্ট, কঠি𒈔ন পরিস্থিতিতে ইমনের মনে উঁকি দিল কোন রবীন্দ্র সঙ্গীত?
রবীন্দ্র জয়ন্তীতে পোস্ট করে ট্রোল্ড নুসরত
অনেকেই ভুল কর𝓡েন যে রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর লেখা আমার ভিতর বাহিরে গানটি আদতে রবীন্দ্রনাথের লেখা। আর সেই একই ভুল এবার করে বসলেন নুসরত জাহান।
এদিন রবি ঠাকুরের জন্মদিন উপলক্ষ্যে নুসরত জাহান ফুলের সঙ্গে একটা ছবি শেয়ার করে লেখেন রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর সেই বিখ্যাত গান তথা কবিতার কয়েকটি 📖লাইন। লেখেন, 'আ🅠মারা ভিতর বাহিরে অন্তরে অন্তরে / আছো তুমি হৃদয়া জুড়।'
তবে তিনি যে কেবল এটিকে রবীন্দ্র সঙ্গীত বলে ভু🌼ল করেছেন সেটাই নয় যে গানের লাইনটি লিখেছেন সেটাওꦦ আবার ভুল বানানে ভরা। আর এই দুই জিনিস মিলিয়ে দারুণ সমালোচনার মুখে পড়েছেন তিনি।
কে কী বলছেন?
এক ব্যক্তি লেখেন, 'কথাটা হৃদয় জুড়ে, তাছাড়া আমারা লিখেছেন তো ওটা আমার হবে।' আরেকজন লেখেন, 'এত বানান ভুল দেখলে প্রেমিক এমনিতেই পালাবে।' তৃত🀅ীয় ব্যক্তি লেখেন, 'একটু পড়াশোনা করুন, এটা রবীন্দ্র সঙ্গীত নয়।'
প্রসঙ❀্গত কিছুদিন আগে কো - অর্ড সেট পরে ছবি দিয়েও চরম কটাক্ষের মুখে প🔜ড়েছিলেন তিনি। তাঁকে শেষবার সেন্টিমেন্টাল ছবিতে দেখা গিয়েছিল যশ দাশগুপ্তর সঙ্গে।