বুধবার রাতে একেবারে খাঁটি বাঙালি লুকে ছবি শেয়ার করলেন অভিনেতা জিতু কমল। নীল রঙের পঞ্জাবি। সঙ্গে সাদা পঞ্জাবি, যাতে রয়েছে নীল রঙেরই পার। সেই ছবিগুলির ক্য়াপশনে💮 লিখলেন, ‘গোঁড়ায় গলদ ছিলো, শেষে "শেষ রক্ষা" তো হইল’!
গতকাল ছিল রবীন্দ্রজয়ন্তী। রবীন্দ্রনাথ ঠাকুরের লেকা বিখ্য়াত নাটকটির নামকে কোট করেছেন তিনি। তবে এই ক্য়াপশনে কি লুকিয়ে রয়েছে কোনও প্রচ্ছন্ন ইঙ্গিত﷽?
আরও পড়ুন: হীরের নেকলস, হাই হিল, সাদা পোশাকে সা♔জলেন রণবীর! ꧂দেখালেন দীপিকার দেওয়া আংটিও
২০২৩ সালেই সামনে 🦂এসেছিল নবনীতা আর জিতুর বিয়ের খবর। তাঁদের বিয়ে ভাঙার খবর, মুখ হাঁ করেছিল নেট-নাগরিকদের। এরপর নবনীতা জানান, নভেম্বরেই তাঁরা অফিসিয়ালি আ﷽লাদা হয়ে গিয়েছেন। সঙ্গে আরও জানিয়েছিলেন, সোশ্য়াল মিডিয়ায় জিতু তাঁকে ব্লক করে দিয়েছে। তবে, সংবাদমাধ্যমের থেকে জানতে পারেন প্রাক্তন বরের সম্পর্কে।
আরও পড়ুন: কৌশাম্বির মুখে লাজুক হাসি, রূপ খোলতাই আ𝄹ইবুড়ো ভাতে! রাতে পরলেন আদৃতের নামের মেহেন্দি
এখানেই শেষ নয়, একটি বিস্ফোরক অভিযোগও তোলেন নবনীতা। জানান, জিতুর আর তাঁর জয়েন্ট লকারে রাখা ছিল বিয়ের গয়না। পরে জিতু তাঁকে জানিয়েছে, গয়না নাকি নেই! বারবার চেয়েও, গয়না ফেরত পাচ্ছেন না। সঙ্গে, পরিষ্কার করে দেন, এক টাকাও খোরপোশ চাননি তিনি জিতুর থেকে। বরং, যে ফ্ল্যাটে থাকতেন তাঁরা, তা ছিল নবনীতার নামে। সেটি তিনি♔ ডিভোর্সের আগে জিতুকেই লিখে দিয়েছেন।
আরও পড়ুন: বড়া পাও গার্ল কিনল ফোর্ড মুস🔯্তাং! এই গাড়ির দামে দিল্লিতে কেনা যায় 3BHK ফ্ল্য়াট
নবনীতার তোলা এই সব অভিযোগে মুখ খোলেননি জিতু। বরাবরের মতো, এবারেও বন্ধ রেখেছেন মুখ। ৬ মে ২০১৯ সাল🌼ে তাঁরা বিয়ে করেন। চলতি বছরের ওই তারিখে কোনও উচ্চবাচ্য ছিল না জিতুর মুখে। তবে নবনীতা করেছিলেন একটি ইঙ্গিতবাহী পোস্ট।
একটি স্টোরি দেন অভিনেত্রী। তাতে লেখেন ০৬/০৫/২০১৯ এই তারিখটি, এরপর ১৯ শব্দটি কেটে দেন। নীচে লেখেন সোমবার। যেন ২০১৯-এর এই ♏তারিখটা নিজের জীবন থেকেꩵ মুছে ফেলতে চাইছেন তিনি।
কাজের সূত্রে, নবনীতাকে বর্তম🌊ানে দেখা যাচ্ছে স্টার জলসার ‘তুমি আশেপাশে থাকলে’। জিতু ছোট পর্দা দিয়ে কেরিয়ার শুরু করলেও, বর্তমনে তিনি মুভিস্টার। অপরাজিত খ্য়াত অভিনেতার শেষ সিনেমা ছিল জিতের সঙ্গে ‘মানুষ’। এরপরও হাতে রয়েছে বেশ কিছু ছবি, যার মধ্যে অন্যতম ‘অরণ্য'র প্রাচীন প্রবাদ’। এখানে তিনি গোয়েন্দা অরণ্য়। একদম আলাদা একটা চরিত্রে, এই ছবিতে রয়েছেন মিথিলাও।