WWF কুস্তিগীর তথা অভিনেতা জন সিনা মুম্বইতে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টে👍র বিয়েতে ইতিমধ্যেই হাজির হয়েছেন। শেরওয়ানি পরে একেবারে ভারতীয় পোশাকে ধরা দিয়েছেন অভিনেতা। তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তাঁর পাগড়ি! হ্যাঁ, তিনি পোশাকের সঙ্গে মাথায় বেধেছিলেন পাগড়িও। আর তাঁর পাগড়ি বাঁধার সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই ভাইরাল।
অনন্ত-রাধিকার বিয়ের জন সিনা
♍অনন্ত-রাধিকার বিয়েতে জন বেছে নিয়েছিলেন আইভরি রঙের পাজামার সঙ্গে মুক্তোর সাদা সুতো ও ছাই রঙা সুতোয় কাজ করা একটি হালকা আকাশী রঙের শেরওয়ানি। রেড কার্পেটে, তিনি তার আইকনিক ‘you can’t see me’ পোজটিও দিতে ভোলেননি। আর এরপরই তাঁকে দেখা গিয়েছে পাগড়ি বাঁধতে। তাঁর পাগড়ি বাঁধার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। ভিডিয়োয় দেখা গিয়েছে সাদা কাপড়ের উপর সোনার কাজ করা চাঁদোয়ার নীচে বসে তিনি পাগড়ি বাঁধছেন। আর তাঁকে পাগড়ি বেঁধে দিচ্ছেন এক ব্যক্তি।
আরও পড়ুন: 🌄ভাইয়ের বিয়েতে সংস্কৃত শ্লোক লেখা লেহেঙ্গা পরে তাক লাগিয়েছেন ইশা, বানাতে সময় লেগেছে ৪০০০ ঘণ্টা!
♛এই ভিডিয়োটি ছাড়াও আরও একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে অনন্তের বাবা বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানি জনকে বিয়েতে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছেন। মুকেশ আম্বানি তাঁর সঙ্গে করমর্দন করে তিনি বলছেন, 'স্বাগত, আসার জন্য অনেক ধন্যবাদ।'
💖বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য শুক্রবার সকালেই মুম্বই পৌঁছেছেন জন। পাপারাৎজিদের 'জন বাবু' এবং 'জন কাকা' ডাকে তিনি সারাও দিয়েছেন, হোটেলে ঢোকার আগে সকলের উদ্দেশ্যে হাতও নাড়েন।
অনন্ত-রাধিকার বিয়ের অন্য অতিথিরা
ꦓজন ছাড়াও বলিউড ও হলিউডের বহু তারকা ইতিমধ্যেই হাজির হয়েছেন অনন্ত-রাধিকার বিয়ের অনুষ্ঠানে। শানায়া কাপুর, অনন্যা পান্ডে, জাহ্নবী কাপুর, খুশি কাপুর, অর্জুন কাপুর এবং রণবীর সিং শুক্রবার সন্ধ্যায় জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও বিয়েতে উপস্থিত অন্যান্য অতিথিরা হলেন রজনীকান্ত, রাম চরণ, মহেশ বাবু, ভেঙ্কটেশ, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, কিম কার্দাশিয়ান, খলো কার্দাশিয়ান প্রমুখ।
𒆙তাছাড়াও ফিউচারিস্ট পিটার ডায়ম্যান্ডিস, শিল্পী জেফ কুনস, যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন এবং টনি ব্লেয়ার, প্রাক্তন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি, প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিল্ডট এবং কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার-সহ বহু রাজনীতিবিদ এবং শিল্পপতিরাও এই অনুষ্ঠানে যোগ দেবেন বলে খবর।
অনন্ত-রাধিকার বিয়ের সম্পর্কে
🧜হিন্দু বৈদিক রীতিনীতি মেনে, শুক্রবার ১২ জুলাই সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত-রাধিকার। ১৩ জুলাই শনিবার হবে আশীর্বাদের অনুষ্ঠান। মঙ্গল উৎসব হবে রবিবার ১৪ জুলাই।