বলি𒊎 অভিনেত্রী জুহি চাওলা ১৯৮৪ সালে মিস ইন্ডিয়া প্রতিযোগিতার বিজয়ী ছিলেন। তখন তাঁর বয়স ছিল মাত্র ১৮। পরে একই বছরে, তিনি মিস ইউনিভার্সে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করতে যান নিয়মমাফিক। মিস ইউনিভার্সে জুহির একটি পুরানো ভিডিও অনলাইনে ভাইরাল হয়েছে সম্প্রতি। এতে ন্যাশনাল কস্টিউম রাউন্ড থেকে জুহিকে দেখানো হয়েছে, যেটি তিনি জিতেছেন।
ভিডিয়োতে নীল পোশাকে অল্পবয়সী জুহিকে দেখা যাচ্ছে। সারা বিশ্বের অন্যান্য অংশগ্রহণকারীদের সঙ্গে মঞ্চে দাঁড়িয়ে তিনি, পরে𒊎 আছেন একটি স্যাশ, যাতে লেখা 'ভারত'। আর মুখে লেগে রয়েছে সেই আইকনিক হাসি।
এরপর তাঁকে দেখা যায় গোলাপি লেহেঙ্গায়, খাঁটি ভারতীয় সাজে। গলার স্যাশে বুঝিয়ে দিচ্ছে তিনিই জিতে নিয়েছেন ন্যাশনাল কস্টিউম রাউন্ডটি। নিজের পরিচয় দিয়ে তাঁকে বলতেও শোনা যাচ্ছে ‘নমস্তে।✤ আমি ভারতের বোম্বে 𒐪(বর্তমান মুম্বই) থেকে জুহি চাওলা।’ যদিও সেই বছর মিস ইউনিভার্সের খেতাব ভারতে আসেনি।
✃এই ভিডিয়োর কমেন্ট সেকশনে এক ব্যক্তি মন্তব্য করেছেন, ‘জুহির অল্প বয়সের ছবিতে তাঁকে পুরো কিয়ারা আডবানির মতো দেখতে লাগছে। সত্যি মুখের কতো মিল।’ আরেকজন লিখেছেন, ‘এখনও তিনি একইরকম সুন্দরী’। অপরজন লিখলেন, ‘মিস ইউনিভার্স না জিতেও কিন্তু তিনি বলিউডে লারা দত্ত, সুস্মিতা সেনদের থেকে বেশি সফল।’
কিয়ারা প্রসঙ্গে বলে রাখা ভালো, জুহি চাওলা কিন্তু অভিনেত্রীর বাবার খুব কাছের বন্ধু। এমনকী, তাঁর আর কিয়ারার বিয়েতে রাজস্থানে উড়েও গিয়েছিলেন তিনি। 🐷জুহি মিস ইন্ডিয়ার মুকুট জয়ের দুই বছর পর ১৯৮৬ সালে ‘সুলতানাত’ দিয়ে অভিনয় জগতে প্রবেশ করেন। তারপর ১৯৮৮ সালে ‘কেয়ামত সে কেয়ামত তক’ সিনেমা তাঁকে খ্যাতি এনে দেয়। জুহি ৮০ এবং ৯০-এর দশকে ‘বোল রাধা বোল’, ‘মিস্টার অ্যান্ড মিসেস খিলাড়ি’, ‘হাম হ্যায় রাহি প্যায়ার কে’, ‘ইয়েস বস’, ‘ইশক’, ‘ডর’, ‘ঝংকার বিটস’ এর মতো হিট ছবি দিয়ে বলিপাড়ায় রাজত্ব করেছিলেন।
কাজের সূত্রে, জুহিকে শেষ দেখা গিয়েছিল ‘শর্মাজি নমকিন’ ছবিতে, যা প্রয়াত ঋষ💛ি কাপুরের শেষ সিনেমা। ছবꦗিতে আরও অভিনয় করেছিলেন পরেশ রাওয়াল, সুহেল নায়ার এবং ইশা তলওয়ার। হিতেশ ভাটিয়া পরিচালিত ছবিটি অনেক বিলম্বের পরে ৩১ মার্চ ২০২২-এ মুক্তি পায়।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )