এবার মেদিনীপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করছেন জুন মালিয়া। তিনি মেদিনীপুরের বিধায়ক ছিলেন। এবার লড়ছেন এমপি হওয়ার জন্য। বর্তমানে নিজের কেন্দ্রে জমিয়ে প্রচার করছেন অভিনে♋ত্রী। তবে এবার যেন তাঁর আত্মবিশ্বাস দ্বিগুন হয়ে গেল। হবে নাই না কেন তাঁর ছেলে যে এবার তাঁর পাশে এসে দাঁড়িয়েছেন।
জুন মালিয়ার ছেলে শিবেন্দ্র মালিয়া পেশায় একজন বিমান চালক। বছর ২৮ এর এই যুবক বর্তমানে দ𒉰ুই মাসের ছুটি নিয়ে মায়ের পাশে থাকতে এসেছেন। এই দুই মাস মায়ের সঙ্গে ভোটের প্রচার করবেন জমিয়ে। ফলে ছেলেকে এখন পাশে পেয়ে তিনি যে আত্মবিশ্বাসে ফুটছেন, বেশি ভরসা পেয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন: 'বিয়ের আংটির সঙ্গে তুলনা অবান্তর...' শাঁখা-ꦑপলা বিতর্কে সরব পিয়া-ইমন-উষসীরা, সমর্থন করলেন মমতা শঙ্করকে?
এদিন মেদিনীপুরে প্রচার চালানোর সময় জুনের গাড়ির চালকের আসনে বসেছিলেন শিবেন্দ্র। বিমান ছেড়ে মাকে নিয়ে জনসংযোগ করতে বেরিয়ে পড়েন তিনি। আর তার ফাঁকেই তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, 'ভোটের প্রচারে আমার তো আর তেমন কোনও কাজ নেই। কিন্তু যে🐻টা পারি সেই দায়িত্ব কাঁধে তুলে নিলাম। মায়ের গাড়ি চালাব আমি।'
তবে এটা প্রথমবার নয়। ২০২১ সালের নির্বাচনের সময়ও তিনি জুনের পাশে পাশে থেকেছেন। এমনকি তৃণমূল কংগ্রেসের হয়ে 🅺প্🤡রচারেও যোগ দিতে চেয়েছিলেন। এবার আবার সুযোগ পেতেই মায়ের পাশে এসে দাঁড়ালেন শিবেন্দ্র।
কী বলছেন জুন?
ছেলেকে পাশে পেতেই স্বাভাবিক ভাবে খুশি জুন। তিনি এদিন তাঁর আনন্দের কথা প্রকাশ করে জানান, 'ও যেভাবে হোক আমার পাশে থাকত🏅ে চেয়﷽েছিল। ও যেটা পারে সেটা করবে বলল। আমিও আপত্তি করিনি তাতে। ও গাড়ি ভীষণ ভালো চালায়। স্টিয়ারিং ওর হাতে থাকলে আমি নিশ্চিন্তে থাকি। ও পাশে থাকলে আমার সব ক্লান্তি দূর হয়ে যায়।'
আরও পড়ুন: ডুয়ার্সে শ্যু🐎টিংয়ে গিয়ে ভূ♒তের কবলে ইশা! বললেন, 'অদ্ভুত সব অভিজ্ঞতা হয়েছে...'
প্রসঙ্গত বর্তমানে বেলদায় একটি বাড়ি ভাড়া করে থাকছেন জুন মালিয়া। সেখানেই তাঁর সঙ্গে থাকছেন তাঁর ছেলে শিবেন্দ্র। মাকে নিয়ে কোনও কোনওদিন তিনি প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দ༺িচ্🏅ছেন কেবল জনসংযোগ করার জন্য।