বাঙালির প্রিয় গায়কের তালিকায় বরাবরই প্রথম সারিতে নাম আসে কবীর সুমনের। ‘পেটকাটি চাঁদিয়াল’, ‘তোমাকে চাই’, ‘গানওয়ালা’-র মতো একাধিক গান বেঁধেছেন তিনি। এখনও তাঁর গলা শুনতে পাগল হন অনুরাগীরা। কদিন আগেই অসুস্থ শরীর নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। নিউমোনিয়া, ডায়🅷াবেটিস, হার্টের সমস্যা, একাধিক অসুস্থতা ছিল তাঁর শরীরে। কদিন থেকেই অবশ্য ফিরে আসেন তিনি।
এবার কবীর সুমন জানালেন, আর কোনও অনুষ্ঠানে আধুনিক গান গাইবেন ✱না। ৭৫ বছরের জন্মদিন উপলক্ষে ১৭ মার্চ একটি অনুষ্ঠান করার কথা রয়েছে গায়কের। সেখানে গাইবেন বাংলা খেয়াল ও আধুনিক গান। আর সেই অনুষ্ঠানের আগেই, ফেসবুকে পোস্ট করে এই ঘোষণা করলেন বর্ষীয়ান গায়ক।
আরও পড়ুন: মমতা নাকি ‘মোবা𓆉ইল কম্পোজার’! গান বানানো নিয়ে আলটপকা ইন্দ্রনীল, পালটা ভয় দেখাল দিদ﷽িও
তিনি লিখলেন, ‘১৭ মার্চ ২৪, সন্ধ্যাবেলা কলকাতায় অর্ধেক সময় বাংলা খেয়ালের সঙ্গে বাকি অর্ধেক আধুনিক বাংলা গানের যে অনুষ্ঠানটি আমি করব সেটাই হতে চলেছে আমার শেষ আধুন💧িক গানের অনুষ্ঠান'।
তবে গান গাওয়া ছাড়বেন না ‘গানওয়ালা’। জানিয়েছেন এরপর থেকে, বাংলা গানের খেয়ালের অনুষ্ঠান করতে চান। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশেও আর যেতে পারব না আধুনিক গানের অনুষ্ঠান করতে। এবার থেকে বাংলা খেয়ালের অনুষ্ঠান করতে চাই, করবও। বাকি জীবন আমার মাতৃভাষায় খেয়াল রচনা করে যেতে, গেয়ে যেতে আর শিখিয়ে𓆏 যেতে চাই'।
আরও পড়ুন:𝓀 ‘সেক্স সিম্বল’ পরিচয়, ভাঙা বিয়ে!💛 বায়োপিক নিয়ে বড় চিন্তিত জিনাত আমন
গত বছরের জন্মদিনে এক সাক্ষাৎকারে কবীর সুমনের বলা কিছু কথা ভাইরাল হয়েছিল। কম কটাক্ষ শুনতে হয়নি গায়ককে। যা নিয়ে পরে মুখ খুলেছিলেন তিনি। জানিয়েছিলেন, ‘যেদিন সাক্ষাৎকার দিয়েছিলাম প্রায় সাড়ে তিন ঘণ্টা টানা রেকর্ডিং🅺 করেছিলাম। এরপর সাংবাদিক-বন্ধুর প্রশ্ন আসে ৭৫ বছর বয়সেও কীভাবে এত ফিট থাকি? এতে খানিক মস্করা করেই বলেছিলাম, আমি মুক্তকামে বিশ্বাস করি। যাকে মুক্তকামের কথা বলেছিলাম তাঁর বোঝা উচিত ছিল এই কথাটা মজা করেই বলেছি। যে লোকটা ঠিকমতো হাঁটতে পারে না। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে একসময় মরতে বসেছিল, সে কীভাবে এই কথা সিরিয়াসলি বলতে পারে। আর এটা যখন প্রচার হল তখন তো হইচই পরে গেল। যেন বিরাট কিছু হয়ে গেছে।’
আরও পড়ুন: দিন-রাত পরিশ্রম করে…’! গোবিন্দার ভাগ্নে, কমেডি🗹 সার্কাসে কত টাকা পেত ক্রুষ্ণা