বলিউডের একাধিক ছব♐িতে অভিনয় করলেও মূলত দক্ষিণী ছবিতেই তাঁর উত্থান। দক্ষিণী ছবির অভিনেত্রী হিসাবেই ম𒅌ূলত পরিচিতি তৈরি করেছেন কাজল আগরওয়াল। সম্প্রতি বলিউড ও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির তুলনা প্রসঙ্গে নিজেই বেশকিছু কঠিন কথা তুলে ধরেছেন কাজল। তাঁর সাফ কথা বলিউডের তুলনায় দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি অনেক বেশি 'গ্রহণযোগ্য এবং বন্ধুত্বপূর্ণ'। শৃঙ্খলা, মূল্যবোধ এবং নৈতিকতার দিক থেকেও দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিকেই এগিয়ে রেখেছেন কাজল।
কাজল আগরওয়াল বলেন, ‘অনেকেই আছেন, যাঁরা হিন্দিতে তাঁদের কর্মজীবন শুরু করতে চান। কারণ, এটি দেশব্যাপী স্বীকৃত ভাষা। তবে আমি বলতে চাই, দক্ষ🦄িণের ফিল্ম ইন্ডাস্ট্রি অনের বেশি বন্ধুত্বপূর্ণ, এটা ভীষণভাবেই গ্রহণযোগ্য। দক্ষিণী ইন্ডাস্ট্রিতে দুর্দান্ত টেকনিশিয়ানস রয়েছেন, পরিচালক এবং দারুণ বিষয়বস্তু নিয়ে তেলুগু, তামিল, মালায়ালম এবং কন্নড় চারটি ভাষায় ছবি তৈরি হচ্ছে।’
আরও পড়ুন-‘ব্রহ্মাস্ত্র’ হিট, তবে সংলাপ ছিল 🍎দুর্বল, মানলেন পরিচালক, কবে আসছে পার্ট -২ ও ৩?
আরও পড়ুন-নꩲিয়োগ দুর্নীতিতে অভꦕিযুক্ত অয়ন শীলের ছবিতে কাজের জন্য বিড়ম্বনা? ঋত্বিক জানালেন…
কাজল আগরওয়াল আরও বলেন, ‘হিন্দি আমার মাতৃভাষা। আমরা হিন্দি সিনেমা দেখে বড় ♚হয়েছি। তবে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে. দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির ইকো-সিস্টেম, নৈতিকতা, মূল্যবোধ, শৃঙ্খলা স🌠বকিছুই হিন্দি সিনেমার থেকে অনেক এগিয়ে। হিন্দি সিনেমায় এটার বড় অভাব। ’
কাজলের কথায়, তাঁর বড় হওয়া মুম্বইতে, হিন্দি বলেই তিনি বড় হয়েছেন, তবে বাড়ি বলতে তিনি হায়দরাবাদকেই বোঝেন। প্রসঙ্গত, ২০০৭ সালে ‘লক্সমী কল্যাণম’ ছবির হাত ধরে তেলুগু ছবির দুনিয়ায় পা রাখেন। পরবর্তী সময়ে ‘মাগধ♌ীরা’, ‘আর্য ২’ এর মত হিট ছবিতে তিনি অভিনয় করেছেন। অজয় দেবগনের বিপরীতে রোহিত শেট্টির 'সিংঘম' ছবির জন্য তিনি বেশ জনপ্রিয়তা পান। খুব শীঘ্রই কমল হাসানের বিপরীতে ‘ইন্ডিয়ান-২ ছবিতে দেখা যাবে তাঁকে।’