শনিবার দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দিলেনཧ অভিনেত্রী কাজল। মা তনুজা এবং ছেলেকে সঙ্গে নিয়েই এই শক্তিপীঠে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। কড়া নিরাপত্তার বেষ্টনিতে এ দিন পুজো সারেন তাঁরা। কাজল এবং তনুজাকে সামনে থেকে দেখে উপচে পড়েছিল ভিড়।
মা তনুজা, ছেলে যুগকে নিয়ে দক্ষিণেশ্বরে কাজল
শুক্রবার সকাল সকাল নাতি যুগকে সঙ্গে করে নিয়ে মুম্বই থেকে কলকাতা উড়ে আসেন প্রবীণ অভিনেত্রী তনুজা। কাজলের ছেলের নাম যুগ। দিদি নাইসা যতটা লাইমলাইটে থাকেন, সে কিছুটা অন্তরালেই। মা কাজল যখন শান্তিনিকেতনে শ্যুটিংয়ে ব্যস্ত, তখন দিদার হাত ধরে যুগ চলে আসেন কলকাতায়। শনিবার বেলা ৩টের দিকে কাজল দক্ষিণেশ্বরে হাজির হন তার মা তনুজা এবং ছেলে যুগের সঙ্গে। দক্ষিণেশ্বরে মায়ের মন্দিরে পুজো দেন তাঁরা। আরও পড়ুন: হিল সাইড ভিলা থেকে পুল, উদয়পুরে বღিরাট ভেন্যুতে বিয়ে হয় তাপসীর! দেখুন অন্দরের ছবি
এ🧜 দিন কটনের আনারকলি কুর্তা আর দোপাট্টা পরে দেখা মিলেছে কাজলের। হুইলচেয়ারে করেই মন্দির থেকে বেরিয়ে আসতে দেখা গিয়েছ🎐ে তনুজাকে। সাদা রঙের স্যুট এবং রঙিন ওড়না নিয়েছিলেন তিনি। সূত্রের খবর, প্রায় কুড়ি মিনিট মন্দিরের ভিতরে ছিলেন তাঁরা। পুজো দিয়েছেন। এরপরই কলকাতায় ফিরে আসেন। চৈত্রের প্রখর দাবদাহে একেবারে তেতেপুড়ে যাওয়ার মতো অবস্থা হয় এ দিন তাঁদের।
কলকাতায় শ্যুটিং করতে আসেন কাজল
🌃গত ৩১ মে কলকাতায় এসেছেন কাজল। স✤ঙ্গে আছেন বলিউডের অতি চেনা মুখ রণিত রায়। আগামী সিনেমা ‘মা’-এর শ্যুটিং করতে কলকাতায় আসেন তাঁরা। বর্ধমানের একটি রাজবাড়িতে করেছেন সেই ছবির শ্যুটিং। বর্ধমানের একাধিক জায়গায় মা ছবির শ্যুটিং করেছেন অভিনেত্রী। আউশগ্রামের জঙ্গলে শ্যুটিংয়ের ছবি প্রকাশ্যে এসেছে।
বর্ধমানের যে রাজবাড়িতে শ্যুটিং চলছে সেটি ৪০০ বছরের পুরনো। বর্ধমানের রাজার দেওয়ান পরমানন্দ রায়ের বাড়ি এটি। একসময় সেই পরমানন্দ রায়ের হাতেই আসে কাঁকসার একাংশের জমিদারিত্ব। আর তখনই জঙ্গল কেটে তৈরি হয়েছিল এই বিশাল বাড়ি। সাতমহলা এই বাড়ি ৪০০ বছরের পুরনো। কালিকাপুর র🌺াজবাড়ি হিসাবেই পরিচিত এটি।
মা ছবি প্রসঙ্গে
মা ছবিটির পরিচালনা করছেন বিশাল ফুরিয়া। ছবিটির প্রযোজনা করছেন অজয় দেবগন। অভিনেতা নিজে এসে এর আগে বিভিন্ন জায়গায় রেইকি করে গিয়েছেন। মা ছবির শ্যুটিংয়ের জন্য জানুয়ারি মাসে আসার কথা ছিল কাজলের। কিন্তু তখন অন্য কাজে তিনি ব্যস্ত থাকা📖য় মার্চে রিশিডিউল করা হয় এটি।
এখানে কাজলকে একজন মায়ের ভূমিকায় দেখা যাবে। আউশগ্রামের মন্দিরে পুজো দেওয়ার দৃশ্যের শ্যুটিং করতে দেখা গিয়েছে কাজলকে। শ্যুটিংয়ে দুই শিশুকে খেলাধুলো করতেও দেখা গিয়েছে। স্থানীয় এলাকায় স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে শ্যুটিং করতে দেখা যায়। তবে এই ছবি নিয়ে বিস্তারিত কোনও তথ্যই শেয়ার করতে নারাজ নির্মাতারܫা। এদিন কাজলের শ্যুটিং ঘিরে আউশগ্রাম সহ জঙ্গল এলাকায় ছিল কড়া পুলিশি নিরাপত্তা।