ইংরাজিতে একটা জনপ্রিয় প্রবাদবাক্য রয়েছে ‘a friend in need is friend indeed'। সত্যি তো দুঃসময়ে যে পাশে থাকে সেই তো আসল বন্ধু। শারোদৎসবের আনন্দের মাঝেই সিপিএমের বুক স্টলে হামলার প্রতিবাদ জানিয়ে গ্রেফতার হয়েছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। ঘটনা মহাঅষ্টমীর দিনের। সেই নিয়ে সোশ্যাল মিডিয়া প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন টলিউডের একটা বড় অংশ। সৃজিত মুখোপাধ্যায়, কৌশিক গঙ্গোপাধ্যায় থেকে আবির চট্টোপাধ্যায়- এই গ্রেফতারি নিয়ে ফুঁসে উঠেছিলেন। অথচ দেবের সোশ্যাল মিডিয়ার দেওয়াল জুড𝄹়ে ‘কাছে𓆉র মানুষ’-এর প্রচারমূলক পোস্ট।
দেব-কমলেশ্বরের অটুট বন্ধুত্বের কথা কারুর অজানা নয়। ‘চাঁদের পাহাড়’, ‘আমাজন অভিযান’ থেকে দেবের নিজের প্রোডাকশনে ‘ককপিট’, ‘পাসওয়ার্ড’-এর মতো ছবি করেছেন কমলেশ্বর মুখো🍌পাধ্যায়। রাজনীতির রঙ আলাদা হলেও এই জুটির বন্ধুত্বে চিড় ধরেনি। কিন্তু কমলেশ্বরের পুস্তককাণ্ডে ‘গ্রেফতারি’ কি সবটা বদলে দিল? এই প্রশ্নের জবাব নিজেই দিলেন কমলেশ্বর মুখোপাধ্যায়।
দশমীর সকালে সোশ্যাল মিডিয়ায় পরিচালক জানান, ‘আমি ভালো আছি। তার চেয়েও বড়ো কথা শক্ত আছি। এবং বহাল তবিয়তে লড়াইতে আছি।’ কমলেশ্বরের গ্রেফতারি নিয়ে যে-সকল গুণীজন প্রতিবাদে সোচ্চার হয়েছিলেন তাঁদের ধন্যবাদ জানান পরিচ💖ালক। পাশাপাশি দেব প্রসঙ্গেও সাফাই দেন।
তিনি লেখেন, ‘অনেকেই জানতে চেয়েছেন বা ক্ষোভ প্রকাশ করে๊ছেন এই ভেবে যে অভিনেতা দেব কিছু বললেন না কেন? দেব এবং রুক্মিণী আমার খুবই বন্ধু। ওঁরাও ঘটনার অনতিবিলম্বে আমার কুশল জানতে চেয়ে একবার নয় একা🐠ধিকবার ফোন করেছিলেন।’
আরও পড়ুন-নবমীর রাতে মিমিরꦜ বাড়িতে জমাটি আড্ডা, চাঁদের হাটের মাঝেও দেখা নেই যশরতের!
ফোনে কী বলেছেন দেব?ꦆ এক সংবাদমাধ্যমকে পরিচালক জানান, ‘পুরো ঘটনাটা ও (দেব) শুনেছে। আমার পাশে থাকবে বলে আমাকে আশ্বস্ত করেছে।’
রাসবিহারীতে ভারতীয় মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি আয়োজিত বইয়ের স্টল সপ্তমীর দিন ভেঙে দেওয়া হয়, অভিযোগের আঙুল ওঠে শাসকদল এবং পুলিশের বিরুদ্ধে। পরদিন সেই ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে শামিল হয়েই গ্রেফতার হন কমলেশ্বরসহ মোট আট জন। এদিন ফের শাসকদলকে বিঁধে ফেসবুকে পরিচালক লেখেন- ‘এটা কোনো ব্যক্তিতান্ত্রিক লড়াই নয় - লড়াইটা সমষ্টিগত। মনে রাখবেন গত♛ এগারো বছরে, এ রাজ্যে বিরোধী দলের শাহিদের সংখ্যা ৩৪১, শাসকদলের অত্যাচারে ঘরছাড়া প্রায় ১৮০০০ মানুষ আর মিথ্যে মামলায় ফেঁসে আছেন ২০০০০ এর বেশি লোক। তাঁরা আসলে আক্রান্ত হয়েছেন আমার থেকে অনেক বেশি।’