স্বস্তির খবর পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের অনুরাগীদের জন্য। ভালো আছেন ‘পাসওয়ার্ড’ পরিচালক, তাঁর পরিস্থিতি স্থিতিশীল। শনিবার আচমকাই বুকে ব্যাথা নিয়ে বাইপাস লাগোয়া এক বেসরকারি হাসপꦿাতালে ভর্তি হন পরিচালক। তাঁর হৃদযন্ত্রে একটি স্টেন্ট বসানো হয়েছে। ২০১৩ সাল নাগাদ তাঁর হার্টে ব্লকেজ ধরা পড়েছিল। সেই সমস্যা সামলেই অভিনয়, পরিচলনার কাজ দাপটের সঙ্গে করছিলেন। তবে আচমকাই অসুস্থ হয়ে পড়েন পরিচালক।
পরিবার সূত্রে খবর, অস্ত্রোপচারের পর এখন যথেষ্ট স্থিতিশীল পরিচালক, কাল-পরশুর মধ্যেই ছেড়ে দেওয়া হতে পারে তাঁকে। পরিচালকের স্ত্রী জানিয়েছেন, ‘এখন যথেষ্ট স্থিতিশীল আছেন, মেজর তেমন কিছু𓂃 হয়নি।’ পরিচালকের অসুস্থতার খবরে যথেষ্ট উদ্বিগ্ন তাঁর শুভানুধ্যায়ীরা। তবে আপতত স্বস্তির নিঃশ্বাস ফেলছেন সকলে।
প্রথম জীবনে চিকিৎসাবিজ্ঞানের ছাত্র ছিলেন কমলেশ্বর। পড়াশোনার পর বেশ কিছু বছর প্র্যাকটিসও করেছেন চুটিয়ে। এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভ🐻া꧑গে ছিলেন। এরপর বহু সরকারি এবং বেসরকারি হাসাপাতালে কর্তব্যরত চিকিত্সকের ভূমিকায় পাওয়া গিয়েছে কমলেশ্বর মুখোপাধ্যায়কে। কিন্তু সিনেমা এবং থিয়েটারের প্রতি আকর্ষণ ছিল শুরু থেকেই। মেডিক্যাল কলেজে পড়াকালীনও নাটক নির্দেশনা করেছেন। চিকিৎসক হিসেবে কাজ শুরুর পরেও এই শিল্পের প্রতি ভালোবাসা কমেনি। করোনা করে ফের স্টেথোস্কোপ হাতে দেখা মিলেছিল তাঁর।
পরিচালক হিসেবে কমলেশ্বরের প্রথম ছবি 'উড়ো চিঠি'। এর পর 'মেঘে ঢাকা তারা', 'চাঁদের পাহাড়', 'ক্ষত', 'ককপিট'-এর মতো একাধিক ছবি করেন তিনি। এ ছাড়াও অভিনয়ও করেছেন একাধিক ছবিতে। দিন কয়েক আগেই প্রথম ওয়েব সিরিজ রক্তপলাশ মুক্তি পেয়েছে ওটিটি প্ল্যাট🐽ফর্ম ক্লিকে।