𝓡 ছোট্ট কৃষভি-র বয়স এখনও একমাসও হয়নি। তবে এখনও অবশ্য দেখা মেলেনি কাঞ্চন কন্যার। যদিও মেয়ের নানান টুকিটাকি বিষয় সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন শ্রীময়ী। এমনকি অন্তঃসত্ত্বা অবস্থায় কাটানো নানান কথাও নির্দ্বিধায় জানাচ্ছেন অভিনেত্রী। সম্প্রতি মা হওয়ার পর জীবন কতটা বদলে গিয়েছে, সেবিষয়েও মুখ খুলেছেন শ্রীময়ী চট্টরাজ।
এইসময়♏-কে দেওয়া সাক্ষাৎকারে সম্প্রতি শ্রীময়ী বলেন, ছোট্ট কৃষভি এখন রাত জাগছে। শ্রীময়ীর কথায়, ‘অন্তঃসত্ত্বাকালীন সময়টা আমি যেভাবে কাটিয়েছি, সেটাই এখন ও করছে। কৃষভি ভোর সাড়ে ৬টা পর্যন্ত জেগে থাকে, তারপর ঘুমোয়। আমারও ওই সময়টা রাতে ঘুম আসত না। সারাদিন ঘুমোতাম। কাঞ্চন বলত, আমি সারাদিন কাজ করে আসি, তুই তো ঠিক সুযোগ বুঝেই ঘুম পুষিয়ে নিস।’
ไআরও পড়ুন-বাংলাদেশে আটকে রয়েছে 'বহুরূপী' ও 'পুষ্পা-২'র মুক্তি, কিন্তু কেন?
✤শ্রীময়ী চট্টরাজ জানিয়েছেন, অন্তঃসত্ত্বাকালীন সময়টাতে তিনি দুপুরের স্নান-খাওয়া করে সাড়ে ১২- থেকে ১ নাগাদ ঘুমিয়ে পড়তেন। তবে মেয়ে হওয়ার পর তাঁর জীবন বদলে গিয়েছে, দুপুরে ঘুমিয়ে নিলেও রাত জাগতে হয় তাঁকে। অভিনেত্রী বলছেন, এখন তিনি কাঞ্চনের কষ্টটা অনুভব করতে পারছেন। তাঁর কথায়, ‘ভোর সাড়ে ৬টার সময়ও দেখছি অতটুকু মেয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে।’
💧কঞ্চনের মুখেও এককথা, ‘মেয়ে ভালোই রাত জাগছে, বেচারা বুঝতে পারছে না কী করবে! খিদে পেলেই কান্নাকাটি করছে। তবে আমরা বিষয়টা ভাগাভাগি করে নিচ্ছি।’ তবে অবশ্য মেয়ের জন্য রাতজাগাটা শ্রীময়ীর সব পরিশ্রমের থেকে তুচ্ছ বলে মনে করছেন সাংসদ অভিনেতা। তিনি মনে করেন, একজন নারী যেটা করতে পারেন, সেটা কোনও পুরুষ করতে পারেন না। গর্ভাবস্থায় শ্রীময়ীর শরীরে নানান ধরনের সমস্যা দেখা দিয়েছিল বলে জানিয়েছেন কাঞ্চন মল্লিক। তাঁর কথায়, ‘মা হওয়ার পর ও মেয়ের জন্য সবটা করছে। সেই জায়গায় দু'চারটে রাত জাগা ছাড়া আমি কিছুই করিনা। ওর প্রতি সম্মান আমার আরও বেড়ে গিয়েছে।’
🌱সম্প্রতি আরও এক সাক্ষাৎকারে শ্রীময়ী চট্টোরাজ জানিয়েছেন, কালীপুজোর দিন দুপুরের দিক থেকে গর্ভস্থ সন্তান প্রায় নড়াচড়া বন্ধ করে দিয়েছিল, তাই তড়িঘড়ি সিদ্ধান্ত নেন তিনি। যদিও ১৭ই নভেম্বর কাঞ্চনের বাবার জন্মবার্ষিকী। তাই এইদিনটাকেই সন্তানের জন্মের তারিখ হিসাবে বেছে নিয়েছিলেন তাঁরা। তবে ততদিন পর্যন্ত অপেক্ষা করা শেষপর্যন্ত সম্ভব হয়নি। আগেই সি-সেকশনের মাধ্যমে মা হন শ্রীময়ী।