৫০ বছর ধরে চলে আসা প্রথা ভাঙলেন কঙ্গনা। দিল্লির লাল কেল্লার লব-কুশ রামলীলার দশের𝓡া অনুষ্ঠানে এই প্রথমবার কোনও মহিলা হিসেবে রাবণের কুশপুত্তলিকায় আগুন ধরালেন তিনি। বলা যায় ইতিহাস তৈরি করলেন। জয় শ্রী রাম ধ্বনি তুলে তীর ছুঁড়ে তাতে আগুন ধরালেন তিনি।
লালকেল্লার রাবণ দহন
মনে করা হয় দশেরার দিন রাম রাবণকে পরাজিত করে হত্যা করেছিলেন। তাই এদিন ভার꧒তের বিভিন্ন প্রান্তে রাবণ দহন অনুষ্ঠান পালিত হয়। বহু মানুষ তাতে অংশ নেন। এবার দিল্লির এই অনুষ্ঠানে আসেন কঙ্গনা এবং প্রথমবার কোনও মহিলা হয়ে আগুন ধরালেন সেই কুশপুত্তলিকায়।
কঙ্গনাই প্রথম নারী যিনি রাবণ দহন করলেন লালকেল্লায়
এবারের এই অনুষ্ঠানে বহু মানুষ, মূলত মহিলারা জড়ো হয়েছিলেন। একজন মহিলা রা♉বণ দহনে অংশ নেবেন, আবার তাতে আগুন ধরাবেন, এই ঘটনা যে প্রথম। তাই তাঁরা সেই দৃশ্যের সাক্ষী থাকার জন্🤪য এখানে ভিড় জমিয়ে ছিলেন।
আরও পড়ুন: 'খলিস্তানিদের থেকে দূরে থাকুন...𝔉' কানাডিয়ান গায়ক শুভ꧟ বিতর্কে শিখদের উপদেশ কঙ্গনার
আরও পড়ুন: 'শাহরুখ, অক্ষয়রা প্রযোজনা করলে ঠিক আছে, অভিন🌜েত্রীরা করলেই অবাক হন', প্রশ্ন কঙ্গনার
অভিনেত্রী এদিন একটি লাল বেনারসি শাড়ি এবং ম্যাচিং ব্লাউজ পড়ে এসেছিলেন। সঙ্গে পরেছিলেন জড়োয়া গয়না। খোঁপায় লাগিয়েছিলেন ফুল। এদিনের এই অনুষ্ঠান সম্পর্কে দিল্লির লব কুশ রামলীলা কমিটির প্রেসিডেন্ট অর্জুন সিং বলেন, 'লালꦦ কেল্লায় প্রতি বছর এই অনুষ্ঠান হয়। কিন্তু গত ৫০ বছরে এই প্রথম কোনও মহিলা রাবণের পুতুলে আগুন ধরাবেন।' তবে যতই এই গুরুভার তাঁকে দেওয়া হোক না কেন, তিনি কিন্তু মোটেই লক্ষ্ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚযস্থির করতে পারেননি। যা নিয়ে অনেকেই হাসাহাসি করেন। অবশেষে সেখানে উপস্থিত বাকিরা তাঁকে সাহায্য করেন।
রাবণ দহনের অনুষ্ঠানে এসে কঙ্গনা রানাওয়াত এদিন তাঁর আগামী ছবি তেজাসের প্রচার করেন। জানান এই ছবিতে ভারতীয় সেনাদের কথা, তাঁদের কীসের মধ্যে দিয়ে যেতে 🤪হয় সেসব কিছুই তুলে ধরা হবে। আগামী ২৭ অক্🔴টোবর মুক্তি পেতে চলেছে এই ছবি।