বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত আবারও পাকিস্তানের উপর ক্ষোভ প্রকাশ করেছেন এবং কড়া ভাষায় বলেছেন যে, এই দেশকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। নিজের স্পষ্ট বক্তব্যের জন্য আলোচনায় থাকা রাজনীতিবিদ-অভিনেত্রী কঙ্গনা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ভারত-পাক যুদ্ধ নিয়ে নিজের মতামত শেয়ার করেছেন। সীমান্তে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে কঙ্গনা পাকিস্তানকে সন্ত্রাসবাদীতে ভরা একটি জঘন্য দেশ বলেছেন। তবে এরই মাঝে, অভিনেত্রীর ভারত ছাড়ার খবর পাওয়া যাচ্ছে। কোথায় গেলেন তিনি?
বিশ্বের মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার দাবি কঙ্গনার
কঙ্গনা রানাওয়াত তাঁর ইনস্টা স্টোরিতে লিখেছেন, ‘আরশোলা কোথাকার। সন্ত্রাসবাদীতে ভরা ধূর্ত এবং জঘন্য দেশ... এটিকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলা উচিত।’
বলিউডের অনেক অভিনেতা এবং চলচ্চিত্র নির্মাতারা এই মুহূর্তে পাকিস্তানকে ক্রমাগত তুলোধনা করে চলেছেন। এবং ভারতীয় সেনাবাহিনীর জন্য চলছে প্রার্থনা, প্রশংসা, গর্ব। এদিকে, পাকিস্তানি তারকা যারা একসময় বলিউডে কাজ করেছেন যেমন মাহিরা খান, ফাওয়াদ খানরা পাকিস্তানের হয়ে স্টেটাস দিতেই, পরেছেন কটাক্ষে।
হঠাৎ কেন দেশ ছাড়ছেন কঙ্গনা রানাওয়াত?
শুক্রবার রাতেই ভারতের মাটি ছেড়ে, উড়ে যান কঙ্গনা রানাওয়াত। তিনি বিজেপির নব্য নির্বাচিত সাংসদ। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে তাঁর দেশ ছাড়ার কারণ কি? যদিও কোনো রাজনৈতিক ইস্যু নয়, সম্পূর্ণ ব্যক্তিগত প্রয়োজনে আমেরিকায় গিয়েছেন কঙ্গনা।
নিজের হলিউড সিনেমার শ্যুটিংয়ের জন্যই কঙ্গনার এমন পদক্ষেপ। একটি ভৌতিক ছবির প্রধান চরিত্রে সুযোগ পেয়েছেন বলিউডের ‘কুইন’। ছবির নাম ‘বি দ্য ইভিল’। যার শ্যুটিং হবে নিউ ইয়র্কে। এই সিনেমার পরিচালনা করছেন অনুরাগ রুদ্র। কঙ্গনা ছাড়াও এতে রয়েছেন হলিউডের অভিনেতা টাইলার পোজে, সিলভারস্টার স্ট্যালোনের মেয়ে স্কারলেট রোজ স্ট্যালোন।
কঙ্গনার দেশপ্রেম
বিগত ২ দিন ধরেই ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে তাদের প্রতিটি কাজের যোগ্য জবাব দেওয়া হচ্ছে। কঙ্গনা রানাওয়াত এর আগেও ভারতের সমর্থনে পোস্ট করেছেন। অভিনেত্রী জম্মু ও কাশ্মীরের মানুষের জন্য পোস্ট করেছিলেন। অভিনেত্রী লিখেছিলেন, ‘জম্মু নিশানায় রয়েছে। ভারতীয় এয়ার ডিফেন্স জম্মুতে পাকিস্তানি ড্রোনকে গুলি করে নামিয়েছে। সাহস হারাবেন না জম্মু।’

কঙ্গনা রানাওয়াতের আসন্ন সিনেমা
মান্ডির বিজেপি সাংসদ কঙ্গনা রানাওয়াতের ইমার্জেন্সি মুক্তি পায় এপ্রিলে। । এই সিনেমায় তিনি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর চরিত্রে অভিনয় করেছিলেন। সিনেমাটি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল কিন্তু বক্স অফিসে এটি তেমন কিছু করে দেখাতে পারেনি, এমনকী ওটিটিতেও তেমন সাড়া ফেলেনি। আপাতত এই হলিউড ছবিটি ছাড়া তেমন কোনো সিনেমা নেই কঙ্গনা রানাওয়াতের হাতে।