জম্মু কাশ্মীরে লাগাতার পাকিস্তানের সেনা গোলাবর্ষণ করেই চলেছে বৃহস্পতিবার ভোর থেকে। কোথাও গিয়েও ছিটে ফোটা লজ্জার অবকাশটুকুও রাখছে না পাকিস্তান। নিজেরা সন্ত্রাসবাদকে মদত দিয়ে চলেছে। পাকিস্তানের সন্ত্রাসবাদীদের জেরে ভারতের নিরীহ মানুষ প্রাণ হারিয়ে চলেছেন। কয়েক বছর আগে পুলওয়ামায় ভ্যালেন্টাইন্স ডে-র দিন সেনা কনভয়ে হামলা করেছিল পাকিস্তান। এরপর এবছরে পহেলগাঁওতে বেছে বেছে হিন্দুদেরকেই খুব করা হয়। সন্ত্রাসবাদের মোহে পাকিস্তান ভুলে গেছিল, প্রতি ক্রিয়ার একটি বিপরিত প্রতিক্রিয়া হয়। আর সেটাই এখন যখন ভারত পাল্টা দিচ্ছে, তাতে কার্যত ছেড়ে দে মা কেঁদে বাচি অবস্থা হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের।
পাকিস্তানের বড় বড় কথা
এমনিতে ভারতের উদ্দেশ্যে বিগত কয়েকদিনে পাকিস্তানের প্রধানমন্ত্রীসহ অন্যান্য নেতারা অনেক বড় বড় বক্তৃতা দিয়েছেন, কিন্তু আসল সময় যখন ভারতীয় সেনা পাল্টা আঘাত দেওয়া শুরু করেছে, তখন প্রধানমন্ত্রী প্রাণের ভয়ে আশ্রয় নিচ্ছেন বাঙ্কারে, তো সেনা প্রধানকে নাকি সরিয়ে দেওয়া হচ্ছে, এমন খবর শোনা গেছে।
সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বার্তা হিটম্যানের
এই আবহেই এবার ভারতীয় সেনাবাহিনীর পাশে দাঁড়িয়ে বড় বার্তা দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এমনিতে মাঠে যখন তাঁরা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামেন, সেটাও একটা ছোট খাটো যুদ্ধের থেকে কম কিছু নয়। কারণ তাঁদের ওপরই তাকিয়ে থাকে ১৪০ কোটি ভারতবাসি। ভারতের সম্মান তখন কাঁধে নিয়েই লড়াই করেন রোহিত শর্মা-বিরাট কোহলিরা।
রোহিত শর্মা লিখলেন…
শুক্রবার সকালেই আইপিএলের গভার্নিং কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল, যে আইপিএল সাময়িক স্থগিত করা হবে। এরই মাঝে এদিন সকালে ভারতের ওডিআই অধিনায়ক রোহিত শর্মাও সেনাকে ধন্যবাদ জানিয়ে লিখেছিলেন, 'যতই সময় গড়াচ্ছে, যেভাবে আমাদের দেশ সিদ্ধান্ত নিচ্ছে, তা দেখে আমি ভারতীয় স্থল সেনা, বায়ুসেনা এবং নৌসেনার কাজে অত্যন্ত গর্বিত বোধ করছি। আমাদের বীর যোদ্ধারা দেশের সম্মানের জোর দাঁড়িয়ে রয়েছে অদম্য সাহসিকতার প্রতীক হিসেবে। দেশবাসি হিসেবে আমাদের এটা দায়িত্ব যাতে আমরা কোনও ভুয়ো খবর না ছড়াই অথবা ভুয়ো খবরে যেন বিশ্বাস না করি। সবাই সাবধানে থাকো '।
প্রসঙ্গত রোহিত শর্মা একদিন আগেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। যেদিন ভারত পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর করেছিল, সেদিনই সন্ধ্যা রোহিত জানিয়ে দিয়েছিলেন যে তিনি আর ক্রিকেটের দীর্ঘ ফরম্যাটে খেলবেন না। যদিও ওডিআই ফরম্যাটে ভারতের অধিনায়কত্ব করা চালিয়ে যাবেন মুম্বইকর এই তারকা।