বৃহস্পতিবার দুপুর থেকে আলোচনায় কঙ্গনা রানাওয়াত। শোনা গিয়েছে, চণ্ডীগড় বিমানবন্দরে এক CISF জওয়ানের হাতে তাঁর হেনস্থা হয়েছে। ওই মহিলা🅺 জওয়ান নাকি তাঁকে চড় মেরেছেন। কিন্তু ঘটনাটি নিয়ে নানা মহলে সন্দেহ ছিল। এর পিছনে কী কারণ থাকতে পারে, তা নিয়েও নানা তত্ত্ব উড়ছিল বাতাসে। দিল্লি পৌঁছে এক ভিডিয়ো বার্তায় সে সম্পর্কে বললেন খোদ নব নির্বাচিত সাংসদ। কী বললেন তিনি?
কঙ্গনা বলেছেন, তাঁর কাছে প্রচুর ফোন আসছে। শুভানুধ্যায়ীরা, সংবাদমাধ্যমের বন্ধুরা জিজ্ঞাসা করছেন, তিনি কেমন আছেন। তাঁদের সবাইকে প্রথমেই তিনি জানিয়েছেন, যে ভালো আছেন, সুস্থ আছেন। এর পরে কঙ্𝓰গনা বলেন, ‘আজ চণ্ডীগড় বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে, সেটি সিকিওরিটি চেকের সময়ে ঘটেছে। সিকিওরিটি চেক করে যেই বেরিয়েছি, তখন অন্য কেবিনে যে মহিলা ছিলেন, যিনি ওই কেবিনের নিরাপত্তাকর্মী হিসাবে কাজ করছিলেন, সেই CISF জওয়ান মহিলা, উনি পাশ থেকে এসে আমার মুখে মারেন। গালি দিতে শুরু 🐼করেন।’
কঙ্গনার ব🥀ক্তব্য, এর পরে তিনি জিজ্ঞাসা করেন, এমন কাণ𒈔্ড কেন ঘটাচ্ছেন? উত্তরে ওই জওয়ান নাকি বলেন, তিনি কৃষক আন্দোলনের সমর্থক। এর পরে কঙ্গনা জুড়ে দেন, ‘আমি নিরাপদে আছি ঠিকই, কিন্তু আমার চিন্তা, যে আতঙ্কবাদ এবং উগ্রবাদ পঞ্জাবে বাড়ছে, সেটি আমরা কী করে নিয়ন্ত্রণ করব।’
(আরও পড়ুন: বিমানবন্দরে হেনস্থা কঙ্গনার! অভিযোগ, CISF-এর জওয়൲ান চড় মেরেছেন তাঁকে, কোন রাজনীতি রয়💞েছে বলে শোনা যাচ্ছে)