জ্যোতির্মঠের শঙ্করাচার্য সম্প্রতি মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রী তথা শিব সেনার একনাথ শিন্ডেকে বিশ্বাসঘাতক বলে দেগে দেন। তাঁর এই মন্তব্যকে মোটেই ভালো ভা💙বে নেননি কঙ্গনা রানাওয়াত। উল্টে তিনি শঙ্করাচার্যকে একহꦍাত নিয়ে পাল্টা জবাব দিয়েছেন। রীতিমত কটাক্ষ করেছেন তাঁকে।
কী নিয়ে বিতর্ক?
সম্প্রতি জ্যোতির্মঠের শঙ্করাচার্য আম্বানিদের বিয়েতে অংশ নিতে মুম্বই এসেছিলেন। তিনি গত ১৩ জুলাই শুভ আশীর্বাদ অনুষ্ঠানে এসে নতুন দম্পতি অনন্ত রাধিকাকে আশীর্বাদ করে যান। তারপর তিনি উদ্ধব ঠাকরের বাড়িতে যান নিমন্ত্রণ রক্ষা করতে। সেখানে গিয়েই তিনি মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রসঙ্গে কথা বলতে গিয়ে বলেন, 'উদ্ধব ঠাকরে বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে। যাঁরা এমন বিশ্বাসঘাতকতা করে তাঁদের൲ হিন্দু ধর্ম মেনে নেয় না, আর যিনি এমন বিশ্বাসঘাতক হন তিনি হিন্দুও হতে পারেন না।' শঙ্করাচার্য একই সঙ্গে জানান তাঁর দৃঢ় বিশ্বাস যে আবারও মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে ফিরে আসবেন উদ্ধব ঠাকরে। প্রসঙ্গত তিনি তাঁর এই বক্তব্যের মাধ্যমে যে বিশ্বাসঘাতক বলতে মহারাষ্ট্রের বর্তমান মুখ্যমন্ত্রী তথা একনাথ শিন্ডেকে বুঝিয়েছেন সেটা বুঝতে কারও বাকি নেই। আর তাঁর সেই মন্তব্যর জন্য এবার তাঁর উদ্দেশ্যে তোপ দাগলেন কঙ্গনা রানাওয়াত।
কী বলেছেন কঙ্গনা?
কঙ্গনা রানাওয়াত এদিন তাঁর বক্তব্যে মাধ্যমে যেন জ্যোতির্মঠের শঙ্করাচার্য অভিমুক্তেশ্বরানন্দকে হিন্দুত্ববাদের পাঠ পড়ালেন। তিনি এদিন টুইট করে লেখেন 'রাজনীতিতে এসব নতুন নয়। রাজনৈতিক দলের ভাঙাগড়া চলতেই থাকে হামেশা। ১৯০৭ সাল🐻ে কংগ্রেস ভেঙে গিয়েছিল✱, ১৯৭১ সালে আবারও সেই দল ভাঙে। রাজনীতিবিদরা যদি রাজনীতি না করেন তাহলে কী করবেন? ফুচকা বিক্রি?'
আরও পড়ুন: 'কাউকে দোষ দিচ্ছি না', শোভনের সঙ্গে বিয়꧋ে সারা, সোꩲহিনীর সঙ্গে বিচ্ছেদ নিয়ে হঠাৎ কী বললেন রণজয়?
আরও পড়ুন: আম্বানিদের বিয়েতে এসে 'গো-মাতা'র 🐼সেবা শ্রেয়া⛄র! আদর করে নিজের হাতে খাইয়ে দিলেন ২ বাছুরকে
একই সঙ্গে এদিন নিজের এক্স অর্থাৎ যা আগে টুইটার নামে পরিচিত ছিল সেখানে এই পোস্টে তিনি লেখেন, 'ধর্মে উল্লেখ আছে রাজ অত্যাচারী হলে ক্ষমতার অপব্যবহার করলে বিশ্বাসঘাতকতাই একমাত্র পথ।' ফলে এই গোটা বিষয়ে যে কঙ্গনা একনাথ শিন্ড🦩ের পাশেই দাঁড়িয়েছেন সেটা বলার অপেক্ষা রাখে না।