কার কাছে কই মনের কথা ধারাবাহিকের গল্প যেন ধীরে ধীরে জমে উঠছে। একদিকে যখন পরাগ এবং শিমুল যখন সমস্ত জটিলতা কাটিয়ে কাছাকাছি আসছে তখন আরেকদিকে ঝড়ের মুখোমুখি পুতুল এবং তার স্যার তীর্থ। তীর্থর হার্ট অ্যাটাক হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুতুলের স্যারকে বাঁচাতে এখন অপারেশন করা প্রয়ো🗹জন। কিন্তু কে দেবে সেই অর্থ? কীভাবে রোজগার করবে সে?
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের আপডেট
কার কাছে কই মনের কথা ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এল। চ্যানেলের তরফে এদিন এই ধারাবাহিকের য꧒ে আপডেট আনা হয়েছে সেখানে দেখা যাচ্ছে তীর্থর চিকিৎসার জন্য ১০ লাখ টাকা লাগবে। সেই নিয়ে চিন্তায় দিশেহারা অবস্থা পরাগ শিমুলের। একই সঙ্গে বরের জন্য এই অবস্থা তখন পুতুল বেপাত্তা। এরপরই দেখা যায় পুতুল টাকা রোজগারের জন্য 𝔉পথে পথে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। এভাবে কি সমস্যার সমাধান হবে?
আরও পড়ুন: হিট স্ট্রোকের পর অতিরিক্ত সচে🎐তন বাদশা, মুম্বই ফিরেই ছাতার আড়ালে মুখ ঢাকলেন শাহরুখ
কার কাছে কই মনের কথায় এখন কী দেখাচ্ছে?
এই ধারাবাহিক♐ে এখন দেখানো হচ্ছে পলাশ জেলে গিয়েছে। অন্যদিকে সব জটিলতা কাটিয়ে কাছাকাছি এসেছে পরাগ এবং শিমুল। একে অন্যকে জানিয়েছে মনের কথা। এরই মধ্যে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয় তীর্থ। জানা যায় তাঁর হার্ট অ্যাটাক হয়েছে।
আরও পড়ুন: সময়ের অভাব, বিগ বস OTT থেকে সরলেন সলমন, ভাইজানের জায়গায় সঞ্চালনার দায়িত্ব🍌 এবার সামলাবেন কে?
কার কাছে কই মনের কথা প্রসঙ্গে
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এতদিন সন্ধে সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সময় বদলেছে এই সিরিয়ালের। এখন এটি রাত সাড়ে নয়টা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়। তবে এই ধ❀ারাবাহিক আগামী সোমবার থেকে রাত সাড়ে নয়টার বদলে সাড়ে দশটায় দেখা যাবে। কার কাছে কই মনের কথা ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মানালি মনীষা দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়, সৃজনী মিಌত্র, শ্রীতমা ভট্টাচার্য, প্রমুখ আছেন।