কার কাছে কই মনের কথা ধারাবাহিকে একসঙ্গে ঘটে চলেছে নানা ঘটনা। বলা ভালো এখানে এখন ঘটনার ঘনঘটা চলছে। একদিকে তীর্থ অসুস্থ, আরেকদিকে শিমুল এবং তার শাশুড়ির টানাপোড়েন। এরই মাঝে🌠 ঘটে গেল কোন ঘটনা?
আরও পড়ুন: সন্তানপ্রসবের যন্ত্রণায় কাতর নাতাশা, যে কোনও মুহূর্তে ভূমিষ্ট হবে বরুণদের💃 প্রথম সন্তান
আরও পড়ুন: ডিভোর্সের গুঞ্জনের মাঝেই হার্দিকের সঙ্গে বিয়ে𓃲র সমস্ত ছবি সোশ্যাল ꦏমিডিয়ায় ফিরিয়ে আনলেন নাতাশা?
কী দেখানো হচ্ছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে?
সোমবারের পর্বে কার কাছে কই মনের কথা ধারাবাহিকে দেখানো হচ্ছে তীর্থ যে হাসপাতালে ভর্তি আছে সেখানকার চিকিৎসকরা জানাচ্ছেন সে নাকি প্রবল অসুস্থ। তার চিকিৎসা করলেও সে এখন সাড়া দিচ্ছে না। ফলে এখন ভরসা কেবল ঈশ্বরের কাছে প্রার্থনা। তবে এছাড়া আরও একটা উপায় আছে๊ যা খরচসাপেক্ষ। কত খরচ জানতে চাইলে শিমুল এবং পরাগদের জানানো হয় প্রায় ১০ থেকে ১৫ লাখ টাকা। তখন শিমুল জানায় সে এই টাকার যেভাবেই হোক ব্যবস্থা করবে চিকিৎসা যেন শুরু হয়। তখন সে লোনের টাকা আর পুতুলের গানের রোজগার মিলিয়ে এই টাকা রোজগারের চেষ্টা করে।
অন্যদিকে শিমুল এবং পরাগ বাড়ি ছাড়ার জন্য প্রস্তুত হতে 𒉰শুরু করে। তখনই শিমুলের শাশুড়ি সেখানে আসে এবং স্পষ্ট ভাষায় জানিয়ে দেয় শিমুল গেলে যাক পরাগ কোথাও যাবে না। কিন্তু তাতে পরাগ রাজি হয় না। সে স্ত্রীকে সমর্থন করে। অন্যদিকে তীর্থর চিকিৎসার জন্য গয়না দিতে চাইলেও পুতুল সেটা ফিরিয়ে দেয়। জানায় তারা তার স্বামীর চিকিৎসার ব্যবস্থা নিজেরাই করে নেবে।
আরও পড়ুন: 'এই ধরনের হামলার চরম নিন্দা করছি', রবিনাকে হেনಌস্থা করার ঘটনা🌸য় অভিনেত্রীকে সমর্থন কঙ্গনার
কার কাছে কই মনের কথা ধারাবাহিক প্রসঙ্গে
কার কাছে কই মনের কথা ধারাবাহিকটি এতদিন সন্ধে সাড়ে ছয়টা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে সময় বদলেছে এই সিরিয়ালের। এখন এটিಞ রাত সাড়ে নয়টা থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সম্প্রচারিত হয়। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় মানালি মনীষা দে, দ্রোণ মুখোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, স্নেহা চট্টোপাধ্যায়,🍷 সৃজনী মিত্র, শ্রীতমা ভট্টাচার্য, প্রমুখ আছেন।