ধর্মা প্রোডাকশনের একচ্ছত্র অধিপতি আর করণ জোহর নন। ধর্মা প্রোডাকশনের ಌ৫০ শতাংশ কিনে নিয়েছেন আদর পুনাওয়ালা। জানা যাচ্ছে, ১০০০ কোটি টাকার বিনিময়ে নিজের বাবার হাতে তৈরি খ্যতনামা এই প্রযোজনা সংস্থা বেচে দিয়েছেন করণ। যদিও ৫০ শতাংশ মালিকানা এখন করণের হাতেই রয়েছে। প্রসঙ্গত, আদর পুনাওয়ালা হলেন সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া-র CEO।
এদিকে ধর্মা প্রোডাকশন বেচে দেওয়ার পরই সোশ্যাল মিডিয়ায় করণকে হালকা ব্যঙ্গ করে Xএ (পূর্বের টুইটার) একটা পোস্ট করেছিলেন অভিনেতা, নৃত্যশিল্পী জাভেদ জাফরি। জাভেদ লেখেন, করণ জোহরের পরবর্তী ছবি, ‘কভি খুশি কভি সিরাম’। জাভেদের এই🐈 পোস্টের কমেন্টে এক নেটিজেন মজা করে লেখেন, ‘ভ্যাকসিনকে বাদ কুছ কুছ হোতা হ্যায়’। আরেকজন লেখেন, ‘কভি খুশি, কভি 𓆉গম’। এমনই বেশকিছু মন্তব্য উঠে আসে।
আর এবার সেই জাভেদ জাফরির রসিকতায় নাম না করে প্রতিক্রিয়া দিলেন করণ জোহর! পরিচালক-প্রযোজক লেখেন, ‘Competition happens at the bottom, people at the top are coll༒aborating’। 'প্রতিযোগিতা তো নিচুস্তরে হয়ে থাকে, উপরমহলের লোকজন এ🐈কে অপরকে সহযোগিতা করে থাকেন।'
প্রসঙ্গত, সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, আদর পুনাওয়ালার সিরিন এন্টারটেইনমেন্ট ১০০০ কোটি টাকার বিনিময়ে ধর্মা প্রোডাকশনের ৫০ শতাংশ কিনে নিয়েছে। বাকি ৫০ শতাংশর মালিক এখনও🦹 করণ জোহর। করণের সঙ্☂গে এই লেনদেনের পর আদর পুনাওয়ালা বলেন, 'আমাদের দেশের অন্যতম আইকনিক প্রযোজনা সংস্থার পার্টনার হতে পেরে আমি দারুণ খুশি, আর সেটাও আবার আমার বন্ধু করণ জোহরের পার্টনার। আশা করব, আগামী দিনে আমরা দুজনে মিলে ধর্মা প্রোডাকশনকে আরও বড় করতে পারব এবং নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।'
অন্য দিকে করণ জোহরের কথায়, 'শুরুর দিন থেকে ধর্মা প্রোডাকশন মন ছুঁয়ে যাওয়া গল্পের সমর্থক হয়ে এসেছে। আমꦿার বাবা বরাবর এমন ছবি বানানোর স্বপ্ন দেখেছেন যার প্রভাব মানুষের মনে বহুদিন রয়ে গিয়েছে। আর আজ আমরা আদরের সঙ্গে হাত মিলিয়েছি। ও আমার কাছের বন্ধু এবং ভবিষ্যৎদ্রষ্টা। আমরা দুজনে একসঙ্গে মিলে ধর্মা প্রোডাকশনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা করব।'