বলিপাড়া সরগরম। কান পাতলেই শোনা যাচ্ছে ফিসফাস আলোচনা। শোনা যাচ্ছে করণ জোহরের থেকে নাকি ধর্মা প্রোডাকশন হস্তান্তরিত হয়ে যাচ্ছে। শোনা যাচ্ছিল, গোয়েঙ্কা গ্রুপের সারেগামা নাকি প্রযোজনা সংস্থার দায়িত্বভার গ্রহণ করছে। আবার এও শোনা যাচ্ছে, মুকেশ আম্বানির রিলায়েন্স গ্রুপ নাকি ধর্মা প্রোডাকশন কিনে নিচ্ছে। যদিও এই বিষয়ে ধর্💦মা প্রোডাকশন কিংবা রিলায়েন্স গ্রুপের তরফে কোনওরকম অফিসিয়াল বিবৃতি জারি করা হয়নি।
এদিকে ধর্মা প্রোডাকশন বিক্রি হয়ে যাওয়ার গুঞ্জনের মাঝেই নজর কেড়েছে করণ জোহরের X বায়ো। যেখানে করণ জোহর সব🌱াইকে জানিয়েছেন যে তিনিই এখনও ধর্মা প্রোডাকশনের মালিক। বায়োতে লেখা হয়েছে, ‘জিগরা ও, আব কি তেরি বারি ওহ!’ এর ঠিক নিচেই লেখা এখনও ধর্মা প্রোডাকশনের মালিক হিসাবে করণ জোহর আর সিইও হিসাবে অপূর্ব মেহতার নাম উল্লেখ করা হয়েছে। ধর্মার অধিগ্রহণের প্রতিবেদন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে রেডিটে কমেন্টের বন্যা বয়ে যায়।
আরও পড়🐭ুন-'তোমার মায়ের সঙ্গে শুতে চাই', এমনই বলেছিলেন র্যাপার স্বামী, বিস্ফোরকꦏ স্ত্রী
প্রসঙ্গত, দ্য ইকোনমিক টাইমসের একটা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যে রিলায়েন্স ধর্মা প্রোডাকশনের অংশীদারিত্ব অর্জনের দিকে নজর দিচ্ছে। এর 🔥আগে বালাজিরও কিছু শেয়ার অধিগ্রহণ করেছিল রিলায়েন্স। ধর্মের ক্ষেত্রেও একই ধরনের কাঠামো অনুসরণ করা হতে পারে বলে জানাচ্ছে ✤ইকোনমিক টাইমস।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই মুহূর্তে ধর্মা প্রোডাকশনে করণ জোহরের ৯০💙.৭ শতাংশ এবং তাঁর মা 🍒হিরু জোহর ৯.২৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। পূর্ববর্তী আলোচনা অনুযায়ী 'করণ জোহর কিছু সময়ের জন্য তাxর অংশীদারিত্ব মানিটাইজ (নগদীকরণ) করার জন্য কিছু উপায় খুঁজছিলেন। তবে মূল্যায়নের সমস্যার কারণে পূর্ববর্তী চুক্তিগুলি ব্যর্থ হয়েছে।
এখন প্রশ্ন শেষপর্যন্ত ধর্মা প্রোডাকশন কে কিনছে?
গত সপ্তাহে RP সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের মালিকানাধীন সারেগামার ধর্মা প্রোডাকশনের অধিগ্রহণের খবরও শোনা যাচ্ছিল। তবে মিন্টের এক প্রতিবেদনে দাবি করা হয় যে চুক্তিটি চূড়ান্ত পর্𒉰যায়ে পৌঁছায়নি। তাই এই অধিগ্রহণ নাও ঘটতে পারে। পরে শোনা যায়, ধর্মা প্রোডাকশনের হস্তꦿান্তর নিয়ে মুকেশ আম্বানির সঙ্গে ইতিমধ্যেই করণ জোহর নাকি বৈঠক সেরে ফেলেছেন।
ধর্মা প্রোডাকশন
প্রসঙ্গত ধর্মা প্রোডাকশন ভারতের অন্যতম শীর্ষস্থানীয় চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। যেটি কিনা ১৯৭৯ সালে যশ জোহরের হাতে তৈরি হয়েছি।। একসময় অসংখ্য ব্লকবাস্টার ছবি উপহার দিয়েছে 💟করণের ধর্মা। ২০০৩ সালে যশ জোহরের মৃত্যুর পর তাঁর ছেলে করণ জোহর এই সংস্থার মালিক হন। পরে তিনি 'কাভি খুশি কাভি গম', 'মাই নেম ইজ খান', 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার'-এর মতো আইকনিক ছবি উপহার দেন।
তবে, ক্রমবর্ধমান উত্পাদন ব্যয়, সিনেমাহলে কমতে থাকা দর্শক সংখ্যা এবং ওটি𒉰টি প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান বাড়বাড়ন্তের কারণে ধর্মা সহ পুরনো প্রযোজনা সংস্থাগুলি বেশকছু সমস্যার সম্মুখীন হয়েছে। ধর্মার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ছিল আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’। যদিও এই ছবিটিও বক্স অফিসে বিশেষ ব্যবসা করতে পারেনি।
সম্প্রতি করণ জোহর একটা বিজ্ঞপ্তি জারি করে জানান, তিনি সিনেমার তারকাখচিত প্র🧸িমিয়ার আর করছেন না। এমনকি, এমন সিদ্ধান্তের জন্য বলিউড ও সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়ে নেন করণ জোহর। এরপর থেকেই অনেকে মনে করছেন, করণ জোহরের প্রযোজনা সংস্থা ধর্মা প্রোডাকশন লোকসানের মুখে। আর সেই কারণেই ব্যয়বহুল প্রিমিয়ার থেকে পিছিয়ে গিয়েছেন করণ।