🃏 শ্লীলতাহানি এবং দুর্ব্যবহারের অভিযোগ। প্রাক্তন স্ত্রী তথা গায়িকা অম্রুতা সুরেশের অভিযোগের ভিত্তিতে মালয়ালম অভিনেতা বালা ওরফে বালকুমারকে গ্রেফতার করল পুলিশ। কেরলের এর্নাকুলাম থেকে অভিনেতাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর।
বালা গ্রেফতার
൩নিউজ ৯-এর প্রতিবেদন অনুসারে অভিনেতা বালার গাড়ির চালক, যিনি কিনা তাঁর সঙ্গে তিন বছর ধরে রয়েছেন। তিনিও পুলিশের কাছে প্রমাণ জমা দেন। নিজেকে ঘটনার সাক্ষী হিসাবে গাড়ি চালক জানান, অভিনেতা বালা তাঁদের ১২ বছরের মেয়ে অবন্তিকা ও অন্যান্য আত্মীয়দের সামনেই একাধিকবার অম্রুতাকে মারধর করেছেন।
🎐গাড়ি চালক বলেন, যেহেতু ওদের সম্পর্কটা শেষ হয়ে গিয়েছে, তাই আর কিছুই লুকোতে চাই না। বলেন, অভিনেতা বালা সেসময় স্ত্রী অম্রুতা সুরেশের সঙ্গে পাশবিক আচরণ করেছেন। আপ তিনি তাঁর প্রত্যক্ষসাক্ষী। অম্রুতা সুরেশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল, যার জন্য তাঁকে চিকিৎসকের দ্বারস্থ হতেও হয়েছিল। নিজেকে ঘটনার সাক্ষী হিসাবে দাবি করে ফেসবুকে লেখেন গাড়ি চালক।
বালার অভিযোগ
ꦬএর আগে মালয়ালম অভিনেতা বালা ওরফে বালকুমার দাবি করেছিলেন যে অম্রুতা তাঁকে তাঁদের মেয়ের সঙ্গে দেখা করতে বাধা দিচ্ছেন। তবে এর ঠিক পরপরই অবন্তিকা একটি ভিডিও শেয়ার করে পাল্টা দাবি করেন,তাঁর বাবা শুধু তাঁর মা নয় তাঁর সঙ্গেও দুর্ব্যবহার করছেন। এরপরে পাল্টা ভিডিওতে অভিনেতা দাবি করেন মেয়ে অবন্তিকা যদি তাঁর সঙ্গে দেখা করতে না চান, তা হলে তিনিও আর কোনও সম্পর্ক রাখতে চান না।
✨এরপর অম্রুতা সুরেশ আরও দাবি করেন যে বালা সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে তাঁকে অপমান করেছেন, এমনকি তাঁদের মেয়েকেও মানসিকভাবে নির্যাতন করে চলেছেন। এই অভিযোগের পরই অভিনেতা বালা এবং তাঁর ম্যানেজারকে তাঁর কোচির ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়।
বালা সম্পর্কে
𒁃মালয়ালম ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিনেতা বালা ওরফে বালকুমার তাঁর পরিবারের তৃতীয় প্রজন্মের সদস্য। তাঁর ঠাকুরদা ছিলেন অরুণাচল স্টুডিওর মালিক। তাঁর বাবা ৩৫০টিরও বেশি ছবি ও তথ্যচিত্র পরিচালনা করেছেন। তাঁর ভাই শিবাও একজন পরিচালক এবং সিনেমাটোগ্রাফার। ২০০২ সালে বালা তেলুগু ছবি ‘টু মাচ’-এর মাধ্যমে অভিনয় দুনিয়ায় পা রাখেন। ২০০৩ সালে 'আনবু' ছবির মাধ্যমে তামিল ছবিতেও তাঁর অভিষেক হয়।
🅷অভিনাতা বালা মালয়ালম ছবিতেই সবথেকে বেশি জনপ্রিয়তা পেয়েছিলেন। ২০০৬ সালে কালাভম দিয়ে আত্মপ্রকাশ করেন তিনি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই একজন সহায়ক অভিনেতার চরিত্রেই অভিনয় করেছেন তিনি। তাঁর সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবিটি ছিল ওমর লুলুর অ্যাকশন কমেডি ‘ব্যাড বয়েজ’। যেটি কিনা চলতি বছরের শুরুতেই মুক্তি পায়।