তৈমুরের জন্মদিনের ঠিক পরেই সপরিবারে বিদেশে পাড়ি দিয়েছিলেন করিনা কাপুর খান। ছুটি কাটানোর বেশ কিছু ছবি কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন করিনা। লিখেছিলেন, ঠান্ডায় জমে যাচ্ছি। এবার আরও কি𓄧ছু ছবি পোস্ট করলেন তিনি।
ডিসেম্বর মাস শুরু হতে না হতে নবাব পরিবারে শুরু হয়েছিল একের পর এক উৎসব। প্রথমে শর্মিলা ঠাকুরের জন্মদিন, কিছুদিন পরেই ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক উৎসব, সবশেষে তৈমুরের জন্মদিন༺। তবে এখানেই শেষ নয়, তৈমুরের পার্টি শেষ হতে না হতেই সপরিবারে বিদেশে পাড়ি দিয়েছেন সইফ আলি খান।
আরও পড়ুন: বাগদানের ২ বছর পূর্তি, বিমান থেকে সোজা ঝাঁপ দিলেন সোন𝓰াক্ষী-জাহির! ভিডꦜিয়ো দেখে অবাক নেটদুনিয়া
আরও পড়ুন: ৮ বছরের টানাপোড়েনের অবসান!🐬 ব্র্যাড পিটের থেকে ডিꦿভোর্স পেলেন অ্যাঞ্জেলিনা জোলি
বরফের চাদরে মোড়ানো প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন করিনা। একটি ছবিতে দেখা গিয়েছিল একটি শুনশান রাস্তায় হেঁটে যাচ্ছেন সইফ, অন্যটিতে একটি ক্রিসমাꦑস গাছের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তৈমুরকে। ক্যাপশনে লেখা, বেটা।
বড়দিন উৎসব উপলক্ষে ছবি পোস্ট করার পর এবার বর্ষশেষেও বেশ কিছু ছবি পোস্ট করলেন অভিনেত্রী। তবে এবার শুধুমাত্র নিজের ছবিই পোস্ট 🤡করেছেন তিনি। বেশ কিছু সেলফি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আই লাইক ইট’। ছবিগুলির প্রায় প্রত্যেকটিতেই পাউট করতে দেখা যায় অভিনেত্রীকে।
প্রথম যে ছবিটি করিনা পোস্ট করেছেন সেখানে দেখা যাচ্ছে অভিনেত্রীর চোখে রয়েছে রোদ চশমা, পেছনে শুধু বরফের চাদর। তবে শুধু পেছনে নয়, অভিনেত্রীর নেলপালিশের রঙ দেখলেও যেন মন🍸ে হবে সেখানেও লেগে রয়েছে এক টুকরো বরফ। আঙুলে রয়েছে দুটি হীরের আংটি।
দ্বিতীয় ছবিতে পাউট করতে দেখা যায় অভিনেত্রীকে। মাথায় রয়েছে টুপি, গায়ে সাদা রঙের একটি জ্যাকেট। এই ছবির পেছনেও দেখা যাচ্ছে সাদা বরফের চাদরে ঢেকে রয়েছে চারিদিক। তৃতীয় ছবিটি ঘরের মধ্যেই তুলেছেন তিনি। একটি অ্যানিমেল প্রিন্টের সোয়েটার পরে স👍েলফি তুলতে দেখা যায়। অভি🅠নেত্রীকে।
আরও পড়ুন: দেবলীনাকে 'রাস'-এর স্ক্রিপ𓆉্ট পুড়িয়ে ফেলতে বলেছেন তথাগত! কেন? যা বললেন নায়িকা
আরও পড়ুন: দক্ষিণের চাপে কোণঠাসা বলিউড? নাগার অপমানে গর্জন বনির-🎉'আল্লু তো অমিতাভ ভক্ত'
চতুর্থ ছবিটিও প্রায় দ্বিতীয় ছবির মতো। তবে এই ছবিতে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা যায় করিনাকে। শুধু ঠোঁট নয়, করিনা গাল দুটিও গোলাপি হয়ে গেছে ঠান্ডায়। পঞ্চম ছবিতে একটি শার্ট পরে পাউট করতে দেখা যায় বেবোকে। ছুটির আমেজে যে ব♓েশ ভালই সময় কাটছে তাঁদের, সেটা ছবিগুলি দেখেই স্পষ্ট হয়ে যায়।