চলছে কৌন বনেগা ক্রোড়পতি-১৫। এই সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগী হল🍸েন পঞ্জাবের বাসিন্দা জাসকরণ। তিনিই এই সিজনের প্রথম প্রতিযোগী, যিনি কিনা কোটি টাকা জেতার পর ৭ কোটি জেতার জন্য খেলা শুরু করেছেন। সিজনের প্রথম কোটিপতি প্রতিযোগীর সঙ্গে ছবিও তুললেন সঞ্চালꦡক অমিতাভ বচ্চন।
Sony এন্টারটেইনমেন্ট টেলিভিশনের অফিস🌳িয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেল বৃহস্পতিবার KBC-15-এর নতুন প্রোমো পোস্ট করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘পার কার হর মুশকিল পাঞ্জাবকে ছোট সে গাঁও খলরা সে আয়ে জাসকরন পৌঁহজ চুকে হ্যায় ইস খেল কে সবসে বড়ে ৭ কোটি কে সাওয়াল পার!’ অর্থাৎ অনেক ছোট ছোট বাধা পার করে পঞ্জাবের ছোট গ্রাম খলরা থেকে আসা জাসকরণ পৌঁছে গিয়েছেন সবথেকে বড়৭ কোটির প্রশ্নের মুখে।
প্রোমোটি শোয়ের সঞ্চালক অমিতাভ বচ্চনকে দিয়েই শুরু হয়। যেখানে দেখা যায় প্রতিযোগী ১ কোটি টাকা জিতেছেন। অমিতাভ জাসকরণকে জড়িয়ে ধরেন। তারপরে প্রতিযোগী কে, তাঁর নাম কী, তিনি কোথা থেকে এসেছেন সেগুলি ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। প্রতিযোগী, জাসকরণ, পাঞ্জাবের একটি ছোট গ্রামের বাসিন্দা। জাসকরণ বলেন, তিনিই এলাকার কয়েকজন স্নাতকদের মধ্যে একজন। তিনি আরও বলেছেন যে তিনি UPSC প্রবেশিকা পরীক্🥃ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন,পরের বছর প্রথমবার এই পরীক্ষায় বসবেন। এরপরই অমিতাভ জাসকরনের কাছে চূড়ান্ত ৭ কোটির প্রশ্ন রাখেন। আর এখানেই প্রোমোটি শেষ হয়।
ইনস্টꩲাগ্রামে এই প্রোমোতেও কমেন্ট করেছেন জাসকরন। তিনি লিখেছেন,'ধন্যবাদ @sonytvofficial সঙ্গে ব্ল্যাক হার্ট ইমোজি ও নমস্তে ইমোজি।' এখন দেখার পঞ্জাবের জাসকরণ ৭ কোটি টাকা জিতবেন নাকি ১ কোটিতেই থামবেন। ৪ এবং ৫ সেপ্টেম্বর KBC-15-এর এই পর্বটি সম্প্রচারিত হবে।