জমে উঠেছে কৌন বনেগা ক্রোড়পতি (KBC-15)। সেখানেই অনেকসময় বিভিন্ন প্রতিযোগীর সঙ্গে ব্যক্তিগত নানান কথা ভাগ করে নিতে দജেখা যাচ্ছে সঞ্চালকও অমিতাভ বচ্চনকে। সম্প্রতি এক প্রতিযোগীর সঙ্গে কথাপকথনে নিজেই নিজের বাবা হরিবংশ রাই বচ্চনের মাসিক বেতনের কথাও ফাঁস করেছেন Big B।
কুইজ-ভিত্তিক এই রিয়েলিটি শোয়ের ৮৪ নম্বর পর্বে সঞ্চালক অমিতাভের সামনে হাজির ඣছিলেন মহারাষ্ট্রের মহালিস পিম্পলগাঁও জেলার বাসিন্দা তুলশিরাম ডাকে। যিনি কিনা একজন কৃষক। যাঁকে KBC-র হট সিটে স্বাগত জানান অমিতꦜাভ নিজেই।
তুলশিরাম ডাকে ৩,২০,০০০ টাকা জেতার পর, অমিতাভ নিজের পেন বের করে প্রতিযোগীর জন্য🌞 চেকে সই করেন। চেকে স্বাক্ষর করার সম🧸য়, বিগ বি তার জিভে পেনের নিবটি স্পর্শ করান যাতে সেটা আরও ভালভাবে কাজ করে।
আরও পড়ুন-বিয়েটা তো হচ্ছেই, তবে দর্শন♕ার ‘প্রেমে’ হাব🌞ুডুবু একী করলেন সৌরভ!
আরও পড়ুন-সেদিন সেটে এমন চিৎকার করি মহিল♕া ক্রিউ ভয়ে কাঁপছিল, শাহরুখ গ📖িয়ে তাঁদের বাঁচায়: প্রহ্লাদ
এটা দেখে, প্রতিযোগী কৌতূহলী হয়ে অমিতাভকে জিজ্ঞাসা করেেন, ‘কেন আপনি পেনটাকে এভাবে জিভে ঠেকালেন? আমারও এই অভ্যাস ছিল। যখন পেন স্কুলে ঠিকভাবে কাজ করত না, তখন আমিও এমনটাই করতাম।’ উত্তরে অমিতাভ হেসে বলেন, ‘আমারও ওই একই অভ্যাস, আপনি কী ভেবেছিলেন আপনারই একা এই স্বভাব থাকতে পারে?’ প্রতিযোগী তখন খুশি হয়ে বলেন, ‘আপনার আমার এই অভ্যাসটা তাহলে এক।’ Big B তুলশিরামকে বলেন, ‘আপনার আর আমার কোনও পার্থক্য নেই।’ 💃একটু লজ্জা পেয়ে তুলশিরাম বলেন, ‘না, স্যার। আমরা খুঁটি আলাদা। আপনি মহান, স্যার।’ আর তখনই তাঁকে নিজের ছোটবেলার গল্প শোনান অমিতাভ বচ্চন।
অমিতাব তখন বলেন, ‘ছোটবেলায় আমার কাছে কোনও পেন ছিল না। আমার বাবা মাসে প্রায় ৪০০-৫০০ টাকা আয় করতেন। আমা༺দের পেন কেনার সামর্থ্য ছিল না। সুতরাং, আমরা এভাবেই পড়াশোনা করেছি।’ Big B-র মুখে এমন কথা শুনে অবাক হয়ে যান ওই প্রতিযোগী।