টলিপাড়ায় আপাতত ꦉবিয়ের মরশুম চলছে। দু'দিন আগেই বিয়ে করেছেন সন্দীপ্তা সেন আর সৌম্য মুখোপাধ্যায়। আর এবার সৌরভ-দর্শনার বিয়ে নিয়ে চর্চা চলছে। শোনা যাচ্ছে, আগামী ১৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসছেন সৌরভ-দর্শনা। যদিও প্রথমদিকে সৌরভ-দর্শনার বিয়ে নিয়ে সেভাবে কেউ-ই কিছু জানতেন না। দুজনের প্রেম নিয়ে গুঞ্জন থাকলেও, তা অফিসিয়াল করেননি দুই তারকার কেউই। তাই বিয়ের খবর সামনে আসার পর চমকে যান অনেকেই।
এদিকে দর্শনার সঙ্গে তাঁর বিয়ে যখন চর্চায়, ঠিক তখন একী ভিডিয়ো পোস্ট করলেন সৌরভ! দর্শনার প্রেমে কি তিনি পাগল হলেন নাকি! সৌরভের পোস্ট করা রিলস ভিডিয়োতে দেখা যাচ্ছে🐷 তিনি খোলা আকাশের নিচে যাযাবরের মতো হেঁটে চলেছেন। তাঁর মাথায় পাগড়ি, চোখে চশমা, আর ব্যাকগ্রাউন্টে বাজছে জনপ্রিয় মালায়াဣলম ছবি 'হৃদয়ম' (২০২২ মুক্তিপ্রাপ্ত) 'দর্শনা' গান। ভিডিয়োটি হঠাৎ দেখলে মনে হবে কেউ 'দর্শনা, দর্শনা' করে চিৎকার জুড়েছেন।
আরও পড়ুন-'আচ্ছা চালটা কতদিন চলে? সোনার হারটা সত্যিই দেয় তো?ꦜ' রচনাকে একী প্রশ্ন করলেন রূপসা!
আরও পড়ুন-কোথায় কিরণ রাও! প্রথম স্ত্রী রীনার সঙ্গে মেয়ে-জামাইকে নিয়ে অনুষ্ঠানে আমির🎶 খান
সৌরভ দাসের এই পোস্টে কমেন্ট করেছেন তাঁর হবু স্ত্রী অভিনেত্রী দཧর্শনা বণিক, দর্শনা কমেন্টে দুটি সজোরে হাসির ইমো💃জি আর লাভ ইমোজি দিয়েছেন। পাল্টা সৌরভও দর্শনার কমেন্টের উত্তরে ভালোবাসা প্রকাশ করেছেন। কমেন্ট করেছেন নেটপাড়ার আরও অনেকেই। বেশিরভাগ নেটনাগরিক সৌরভের কাণ্ড দেখে না হেসে পারছেন না।
প্রসঙ্গত, নিজেদের সম্পর্কের নিয়ে 🧸এর আগে প্রকাশ্যে বিশেষ কিছুই বলেননি সৌরভ-দর্শনা। তবে সꦉম্প্রতি এক সাক্ষাৎকারে সৌরভের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মুখ খুলেছেন দর্শনা বণিক।
দর্শনা বলেন, &nb🌠sp;‘২০২১ সাল থেকে পরপর কাজ করেছি। ২০২২ সাল থেকে কাছাকাছি আসি। সম্পর্কটা ব্যক্তিগতই রাখতে চেয়েছ💮িলাম। যতদিন না বিয়ের সিদ্ধান্ত নেই।’ অভিনেত্রী জানালেন, তিনি আর সৌরভ দুজনেই চাইতেন সেটল করতে। তিনি লিভ ইনে বিশ্বাসী নন সেভাবে। সৌরভও চাননি লিভ ইনে যেতে আর। দুজনেই চেয়েছিলেন বিয়েটা সেরে ফেলতে। ‘সব ঠিকঠাক থাকলে জলদি বিয়ে করে নেব ঠিক করে রেখেছিলাম দুজনে। বিয়ে করেই দেখতে চাই সম্পর্কটা ওয়ার্কআউট করছে কি না।’
প্রসঙ্গত সৌরভে ‘ফালতু ছেলে’, ‘মাতাল-গাঁজাখোর’ ইমেজ নিয়ে জবাব দেন দর্শনা। বলেন, সৌরভ নিয়ে আদপে সকলের মনে ভুল ছবি র⛄য়েছে। লোকে যেমনটা ভাবে ও সৌরভ নাকি আদৌ তেমন নন। দর্শনার কথায়, ‘সৌরভ খুব ইমোশনাল। আমার থেকেও বেশি। খুব সহজেই কাঁদতে পারে। সেটে দেখেছি সবার সঙ্গে ভালো ব্যবহার করে। টেকনিশিয়ান হোক বা উঁচু পদের কোনও লোক। কোনও বন্ধু যদি রাত দুটোতেও ফোন করে সৌরভকে, ও সাহায্য করবে।’