সুপারস্টার সিঙ্গারের মঞ্চ জমজমাট একঝাঁক খুদে তারকার সুরের জাদুতে। শিলিগুড়ির ছেলে শুভ সূত্রধরের কারণে বাংলা জুড়ে চর্চায় সোনি টিভির এই রিয়ালিটি শো। তবে শুভ প্রতিদ্বন্দ্বীরাও কেউ কম যান না। কেরলের মেয়ে দেবনস্রিয়া গানে মুগ্ধ আট থেকে আশি। আ🌠রও পড়ুন-জাতীয় মঞ্চে ‘খুদে অরিজিৎ’ শুভ ও অরুণিতা গাইলেন বাউল গান,মুগ্ধ হয়ে শুনল নেটপাড়া
দেবনস্রিয়ার মিষ্টি কন্ঠস্বরে বুঁদ বিচারক থেকে দর্শক। সম্প্রতি সুপারস্টার সিঙ্গারের মঞ্চে ঝরঝরে বাংলায় গান গেয়ে তাক লাগালেন এই কেরলের কন্যে। রিয়ালিটি শো-এর এক এপিসোডে ‘যদি তা𝕴রে না চিনি’ গাইতে শোনা গেল তাঁকে। রবীন্দ্রনাথের এই গান থেকে অনুপ্রেরণা নিয়েই অভিমান ছবির ‘তেরে মেরে মিলন কি ইয়ে রহনা’ এসডি বর্মণ। কথা লিখেছিলেন মজরুহ সুলতানপুরী। সেই গান শুরুর আগেই ‘যদি তারে না চিনি’র দু-কলি গাইল দেবনস্রিয়া। তাঁর গান শুনলে বোঝা দায় বাংলা তো দূর হিন্দি ভাষাও এখনও ভালোভাবে রপ্ত করতে পারেনি সে।
ক্যাপ্টেন দানিশের খুদে ‘দেবী’র মাতৃভাষা মালায়ালি। কোঝিকোটের এই বিস্ময় কন্যার গান শুনে মুগ্ধ সুপার জাজ নেহা কক্কর। তিনি তো বলেই দিলেন, ‘তোমার গান শেষ হওয়ার পরেও রেশ কাটছে না। আমার গায়ে কাঁটা দিচ্ছে, অনেক আদর। গোটা পৃথিবীর খুশি যেন তোমার জীবনকে ভরিয়ে দেয়’। বাংলার মেয়ে 💙অরুণিতা কাঞ্জিলাল এই শো-এর ক্যাপ্টেন। খুদে দেবনস্রিয়ার গান শুনে রবি ঠাকুরের গান𝓡 শিখে বড় হওয়া অরুণিতা বললেন, ‘তুমি নিজেও জানো না তুমি কত ভালো গান করো, আর জানার দরকারও নেই। তুমি আমাদের রোজ শেখাচ্ছো, তুমি আমাদের অনুপ্রেরণা’।
‘দেবী’র গলায় মা সরস্বতী বিরাজমান, খুদের গান শুনলে এমনটাই মত বেশিরভাগের। বাঙালি শ্রোতারা♍ তো মুগ্ধ দেবনস্রিয়ার গান শুনে। সুপারস্টার সিঙ্গারে চলতি সপ্তাহ শেষে হাজির হবেন উদিত নারায়ণ। খুদেদের ট্যালেন্ট 🔥দেখে মুগ্ধ উদিতজি। বলেই ফেললেন, ‘আজকালকার বাচ্চারা সব কম্পিউটার’।
আরও পড়ুন-ফের অরিজিতের গান গাইল ‘খুদে অরিজিৎ’ শুভ, শিলিগুড়ির ছেলেꦡ মাতাচ্ছে গোটা ইন্ডিয়া
সুপার সিঙ্গারের মঞ্চে চলতি সিজনে ক্যাপ্টেনের আসনে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, মহম্মদ দানিশ, সলমন আলি এ🌜বং সায়ালি কাম্বলে। শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন হর্ষ লিম্বোচিয়া। ইন্ডিয়ান আইডলের ট্রফি পরপর দু-বার হাতছাড়া হয়েছে বাংলার, তবে শুভকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলার সঙ্গীতপ্রেমীরা।