মাসখানেক ধরেই চর্চার কেন্দ্রে শিলিগুড়ির কিশোর শুভ সূত্রধর। বাংলার ছেলের মিষ্টি সুরে বুঁদ গোটা ইন্ডিয়া। সোনি টিভির সুপারস্টার সিঙ্গার সিজন ৩-র মঞ্চে দেখা যাচ্ছে শুভকে। ১৪ বছরর কিশোরকে ইতিমধ্যেই ‘খুদে অরিজিৎ’ তকমা দিয়েছেন বেনি দয়ালের মতো গায়ক। শুভর সুরের মূর্ছনায় মুগ্ধ করণ জোহর থেকে প্রীতম। আরও পড়ুন-খুদে অরিজিৎ সিং! শিলিগুড়ির শুভর গানে মুগ্ধ করণ, প্রীতমের অনুরোধে গা♈ইলেন কেশরিয়া
সুপার সিঙ্গারের মঞ্চে একের পর এক অরিজিৎ সিং-এর গান গেয়ে নেটপাড়ার মন জিতে নিয়েছেন শুভ। অডিশন পর্বেই বাংলার গর্ব অরিজিৎ সিং-এর গান শুনিয়ে মুগ্ধতা ছড়িয়েছিলেন গায়ক। ‘ভে কমলেয়া’, ‘কেশরিয়া’, ‘চন্না মেরেয়া’, ‘হর কিসি কো নেহি মিলতা’-র পর সাম্প্রতিক এপিসোডে অরিজিতের গাওয়া ‘ও মাহি’ গাইলেন শুভ। এইবার অবশ্য একা নন, শুভর সঙ্গে ‘ডাঙ্কি’ ছবির এই গানে গলা মেলাল ক্ষিতিজ। আরও পড়ুন-অরিজিৎ সিং ২.০! শিলিগুড়ির শুভ ডুয়েট গাইল বনগাঁর গর্ব অরুণিতার𒉰 সঙ্গে, মুগ্ধ নেহা কক্কর
গানের হুক লাইন ‘ও মাহি’তে গলা মেলালেন অরুণিতা, সায়ালিরাও। সেই ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। শুভর সুরেলা আওয়াজের প্রশংসায় সব্বাই। অনেকে আবার আক্ষেপ করে লিখেছেন, ‘শুভꦫকে একা এই গানটা গাইতে দেওয়া উচিত ছিল’। অনেকেই ফের একবার অরিজিৎ সিং-এর সঙ্গে শুভ তুলনা টেনেছেন। শো-এর সুপার জাজ নেহা কক্কর তো শুরু থেকেই শুভর ফ্যান। তাঁকে বহুবার বলতে শোনা গিয়েছে, এই বয়সেই প্লে-ব্যাক করার মতো তৈরি আওয়াজ শুভ।
শুভর জনপ্রিয়তা এখন পাল্লা দিয়ে বাড়ছে। গিটার হাতে শুভর গান শুনতে ভালোবাসে না, এমন সুপার সিঙ্গার ভক্তের খোঁজ মেলা মুশকিল। সুপার সিঙ্গারের মঞ্চে চলতি সিজনে ক্যাপ্টেജনের আসনে রয়েছেন অরুণিতা কাঞ্জিলাল, পবনদীপ রাজন, মহম্মꦇদ দানিশ, সলমন আলি এবং সায়ালি কাম্বলে। শো সঞ্চালনার দায়িত্ব সামলাচ্ছেন হর্ষ লিম্বোচিয়া। এই সপ্তাহে এই রিয়ালিটি শো-এর আসরে হাজির হয়েছিলেন ‘দো অউর দো’ জুটি বিদ্যা বালান ও প্রতীক গান্ধী। এই ছবির সঙ্গেই লম্বা সময় পর বড় পর্দায় ফিরেছেন বিদ্যা।
ইন্ডিয়ান আইডলের ট্রফি পরপর দু-বার হাতছাড়♈া হয়েছে বাংলার, তবে শুভকে ঘিরে নতুন স্বপ্ন দেখছে বাংলার সঙ্গীতপ্রেমীরা। সুপারস্টার সিঙ্গারের লড়াই অবশ্য় সহজ নয়, কারণ অর্থব, ক্ষিতিজ থেকে শুরু করে একাধিক প্রতিভাশালী ܫখুদেকে টেক্কা দিতে হবে শুভকে। জয়ের শেষ হাসি কে হাসবে, তা জানা এখন সময়ের অপেক্ষা।