তীব্র গরমের জেরে ২৭তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব' (Kolkata International Film Festival)-এর দ্বিতীয় দিনে ঘটেছিল বিভ্রাট। আবারও তাল কাটল ছবি উৎসবের। দ্বিতীয় দিন সꦐার্ভার বিকল হয়ে গিয়েছিল তীব্র গরমে এর জেরে নন্দন ১-এর স্ক্রিনিং দেরিতে শুরু হয়। আর ফেস্টিভ্যালের চতুর্থ দিনে ফের যান্ত্রিক ‘বিপত্তি’ দেখা দিল। এদিন নন্দন ২-এর স্ক্রিন দীর্ঘসময় কালো থাকল। হ্যাঁ, নন্দন ২-এর পর্দা অন্ধকার থাকবার অভিযোগ, এমনকী জাতীয় সংগীত চলাকালীন কোনও শব্দ শোনা যায়নি বলে উপস্থিত দর্শকরা অভিযোগ এনেছেন।
বৃহস্পতিবার ছবি উৎসবের চতুর্থ দিনে বেলা ১.৩০ নাগাদ নন্দন ২-এ 'কম্পিটিশন অন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ ফিল্মস' বিভাগে ‘মাইন্ড গেম’ নামের এক ওড়ি♕য়া ছবি দেখানোর কথা ছিল। কিন্তু সেই সময় দীর্ঘক্ষণ পর্দা কালো হয়ে ছিল। সেই ছবি শুরুর আগে জাতীয় সংগীত চলাকালীন শব্দও শোনা য🍷ায়নি বলে অভিযোগ। টেকনিক্যাল সমস্যার জেরেই এই অঘটন বলে জানানো হচ্ছে। প্রোজেকশন রুমে অতিরিক্ত গরমের জেরে নানান সমস্যা তৈরি হচ্ছে।
এর আগে চলচ্চিত্র উত্সব কমেটির চেয়ারম্যান রাজ চক্রবর্তী জানিয়েছি🍌লেন গরমের কারণেই এইসব সমস্যা দেখা দিচ্ছে। সার্ভার রুম ঠাণ্ডা রাখতে অতিরিক্ত এয়ারকন্ডিশানারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি। তবে একদিন যেতে না যেতে🍌ই ফের বিপত্তি।
জানা গিয়েছে, এদিন কমপক্ষে ২০ মিনিট ধরে স্ক্রিনিং আটকে ছিল ‘মাইন্ড গেম’-এর। ১.৫০ নাগাদ শুরু হয় ছবির প্রদর্শনী। শুরুতে জানুয়ারি মাসে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ছবি উত্সবের, তবে করোনার তৃতীয় ঢেউ বাধ সাধে। অবশেষে মাস কয়েক পিছিয়ে এপ্রিলের গরম উপেক্ষা করেই চলছে ছবি প্রদর্শনী। এবছর জন্মশতবর্ষে বিশেষ সম্মান জানানো হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের তিন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব- সত্যজিৎ রায়, চিদানন্দা দাশগুপ্ত এবং হাঙ্গেরিয়া♍ন পরিচালক মিকলোস জাঁকোসকে। এবার ছবি উতসবের ফোকাস কান্ট্রি ফিনল্যান্ড। আগামী ২রা মে পর্যন্ত চলবে ছবি উত্সব। এইবার মোট ১০টি প্রেক্ষাগৃহে বিভিন্ন ভাষার মোট ১৬০টি ছবি দেখানো হবে। শোয়ের সংখ্যা ২০০টা ।