কꦑিরণ রাওয়ের 'লাপাতা লেডিস' ২০২৫ সালের অস্কারে ভারতের অফিসিয়াল এন্ট্রি হℱিসেবে বেছে নেওয়া হয়েছে।
কোন কোন সিনেমা ছিল দৌড়ে
বলিউড হিট ‘অ্যানিম্যাল’, মালয়ালম জাতীয় পুরস্কার বিজয়ী ‘আট্টাম’ এবং কান বিজয়ী ‘অ🃏ল উই ইমাজিন অꦫ্যাজ লাইট’-সহ ২৯টি চলচ্চিত্রের তালিকা থেকে পিতৃতন্ত্রের উপর ব্যঙ্গাত্মক হালকা চালের এই হিন্দি সিনেমাটি বেছে নেওয়া হল।
অসমীয়া পরিচালক জাহ্নু বড়ুয়ার নেতৃত্বাধীন ১৩ সদস্যের সিলেক্ট কমিটি সর্বসম্মতিক্রমে আমির খান ও কিরণ রাও প্রযোজিত 'লাপাতা লেডিজ' সিনেমাটিকে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে স📖েরা আন্তর্জাতিক চলচ্চিত্র বিভাগে জায়গা দিয়েছে।
তামিল চলচ্চিত্র মহারাজা, তেলুগু শিরোনাম কল্কি ২৮৯৮ এডি এবং হনু-মান, পাশাপাশি হিন্দি চলচ্চিত্র স্বতন্ত্র বী🎃র সাভার🍸কর এবং আর্টিকেল ৩৭০-ও এই তালিকায় ছিল। গত বছর পাঠানো হয়েছিল মালায়ালাম সুপারহিট ২০১৮: এভরিবডি ইজ আ হিরো।
আরও পড়ুন: মনোজ মিত্রর মৃত্💫যুর ভুয়ো খবর! ‘অবস্থা সঙ্কটজনক, তবে বেঁচে আছে꧙ন’, জানালেন ভাই অমর
লাপাতা লেডিজ নিয়ে অস্কারের স্বপ্ন
স💟ম্প্রতি কিরণ জানিয়েছিলেন তিনি নিশ্চিত যে, ফিল্ম ফেডারেশন অফ 💎ইন্ডিয়া (এফএফআই) সেরা ছবি বেছে নেবে। আমির-পত্নী বলেন, ‘আমার স্বপ্ন পূরণ হয়, যদি বেছে নেওয়া হয়, আমার ছবি যায় অস্কারে। আমি নিশ্চিত, সেরা ছবিই যাবে, যাকেই বেছে নিক তাঁরা।’
আরও পড়ুন: মা-শাশুড়ির মধ্যে তফাত করেন না! ছেলের জন্মদিনে পরিবারকে আগলে শুভশ্রী, ꦫরইল ভিডিয়ো
তবে ফেব্রুয়ারির শুরুতে সিনেমাটির প্রেস স্ক্রিনিংয়ে কিরণ বꦡলেছিলেন, ‘আমাদের প্রাথমিক স্বীকৃতি বক্স অফিসে দর্শকদꦿের প্রতিক্রিয়া থেকে আসে। দর্শক ও দেশ যদি আমাদের কাজের প্রশংসা করে, সেটাই হবে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশংসা।’
আরও পড়ুন: আরজি♊ করের প্রতিবাদ আলকাতরা দিয়ে মুছছে শাসক! ফের আঁকছে কলকাতা, ভিডিও👍 দিল লগ্নজিতা
লাপাতা লেডিজ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রয💮োজনা করেছে রাওয়ের কিন👍্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।
এই বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমাটিতে রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগরওয়াল শর্মার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবা♒স্তব।