আজ কিংবদন্তি গায়ক কিশোর কুমারের মৃত্যুবার্ষিকী। ১৯৮৭ সালে ১৩ অক্টোবর মারা যান গায়ক। আইকনিক গায়ক এবং অভিনেতা তাঁর গাওয়া বেশ কয়েকটি হিট গান এবং অনেক স্মরণীয় ছবিতে অভিনয়ের জন্য সকলের 🙈মনে এখনও জায়গা করে আছেন।
মৃ্ত্যুর শেষ দিনটা কেমন ছিল গায়ক কিশোর কুমারের? ২০০২ সালে পুরনো এক সাক্ষাৎকারে সেই বিষয়ে কথা বলেছিলেন কিশোর-পুত্র গায়ক অমিত কুমার। কিশোর-পুত্রের কথায়, গায়কের মৃত্যু সম্পর্কে যেন ষষ্ঠ ইন্দ্রিয় কাজ করছিল। হৃদরোগে আক্রান্ত হয়ে ৫৮ বছর বয়সে মারা যান অভিনেতা-গায়ক। আরও পড়ুন: এতদিন মার্কেট কাঁপিয়েছে তৈমুর, এবার দাদাকে সরিয়ে বাজার গরম করতে আসছে জেহ
১৯২৯ সালের ৪ অগস্ট জন্মগ্রহণ করেন কিশোর কুমার। পুরনো এই সাক্ষাৎকারে বাবার জীবনের নানা অজানা বিষয় নিয়ে কথা বলেছিলেন অমিত কুমার। একই সাক্ষাত্কারে, অমিত স্মরণ করেছেন কিশোর কুমার মৃত্যুর আগে যখন হৃদরোগে আক্রান্ত হন, সে বিষয়টা নিয়ে আগে থেকেই মজা করেছিলেন তিনি। আরও পড়ুন: দু-হাতে মেহেন্দি, কেউ নির্জলা উপোস- মৌনি থেকে রবিনা, বলি তারকাদের করবা চৌথের ঝলক
রেডিফে দেওয়া পুরনো ওই সাক্ষাৎকারে অমিত কুমার বলেন, ‘মৃত্যু সম্পর্কেও যেন তাঁর ষষ্ঠ ইন্দ্রিয় ছিল বলে মনে হয়েছিল… সেদিন, সে (অমিতের সৎ ভাই) সুমিতকে সাঁতার কাঁটাতে নিয়ে যেতে রাজি হননি। এমনকি আমার ফ্লাইট কানাডা থেকে সঠিক সময় অবতরণ করবে কিনা, সেই নিয়েও উদ্বিগ্ন ছিলেন। তিনি হার্ট অ্যাটাকের উপসর্গে ভুগছিলেন। রসিকতা করে বলেছিলেন, আমরা যদি চিকিৎসককে ডাকি তবে তাঁর হার্ট অ্যাটাক হবে। আসলে সেই সময় হাসতে হাসতে লীনার সঙ্গে কথা বলছিলেন। হঠাৎ করেই কাত হয়ে পড়ে যান। লীনা প্রথমে ভেবেছিলেন তিনি মজা করছেন।' আরও পড়ুন: 'জন আব্রাহামকে বিপাশার মতো কেন?', আমিতাভ থেকে শাহরুখ, মহিলা হয়ে গেলেন কীভাবে