পুজোর রেশ কাটতে না কাটতেই, নতুন করে উৎসবের মেজাজে মাতবে কলকাত💯াবাসী। কারণ শুরু হচ্ছে বাঙালির আরেক প্রিয় উদযাপন, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর মাত্র কয়েকদিন বাকি। যা শুরু হচ্ছে ৫ ডিসেম্বর থেকে।
প্রতি বছরই সিনেপ্রেমীরা হন নন্দন-মুখী। আশা করা যাচ্ছে, চলতি বছরেও সেই একই ছবি দেখা যাবে। তবে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিখ্যাত সব সিনেমা তো থাকছেই, এবারে থাকছে 🎶আরও এক চমক।
কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে বলি তারকাদের উপস্থিতি বিশেষ করে লক্ষ্য করা যায় প্রতিবছরই। থাকেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, শত্রুঘ্ন সিনহা-সহ একাধিক তারকারা। তবে এবারে এমন একজন আসছেন, যার উপস্থিতি সেভাবে লক্ষ্য করে না কলকাতা। অবশ্য কদিন আগেই তিনি ঘুরে গিয়েছেন তিলোত্তমা থেকে। তিনি হলেন সলমন খান।&nbs🅘p;
মে মাসেই দীর্ঘ ১৩ বছর পর 'ভাইজান' কলকাতায় আসেন। ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন তিনি। তবে তখনই দেখা করেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। নিজে গিয়েছিলেন রিশ চ্যাটার্জি রোডে মমতার বাড়িতে। তাঁকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানিয়েছিলেন মমতা। দুজনে অনেকক্ষণ বসে কথাও বলেছিলেন। বাংলার মুখ্যমন্ত্রীর টালির বাড়ি অবাক করেছিল সলমনকে। শোনা যায়, তখনই নাকি মমতা সলমনর থেকে কথা আদায় করে নিয়েছিলেন চলচ্চিত্র উৎসবে আসার। মুখ্যমন্ত্রীর কথা রাখতেই শহরে পা রাখবেন তিনি বলে খবর। আরও পড়ুন: ‘আমাকে দেখে জানোয়ার মনে হ🌸য়…’, দোকানে হঠাৎ চিল চিৎকার নন্দিনীর! মারমু꧋খো বাবাও
আর তারপর থেকেই দুই খানকে একসঙ্গে মঞ্চে দেখার আশায় বুক বেঁধেছে কলকাতাবাসী। এই মুহূর্তে বলিউডের সবচেয়ে বড় সুপারস্টার বললে এই দুই খানের কথাই মাথায় আসে। তাঁদের একসঙ্গে দেখতে পারা তো তাই সত্যিই ভাগ্যের ব্যাপার। অবশ্য খুব জলদিই সলমন খানের সিনেমায় দেখা যাওয়ার কথা আছে শাহরুখ খানের। তা হল টাইগার ৩। খবর বলছে, যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের দুই গুপ্তচর ফের হবেন মুখোমুখি। ঠিক যেমনটা হয়েছিল পাঠানের সময়তে। তবে এই ব্যাপারটা এখনও সারপ্রাইজই রেখেছে নির্মাতা সংস্থা। শাহরুখ আসবেন কি আসবেন না, এখন সবটাই রহস্য। আরও পড়ুন: আলিয়ার জুতোয় পা জাহ্নবী-খুশ♔ির, পুরনো পোশাকে দিওয়ালি পার্টিতে, জানেন কার শাড়ি?
যদিও য়শরাজের তরফে ঘোষণা কর🉐া হয়েছে টাইগার ভার্সেস পাঠান। ছবির পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ। শাহরুখ-সলমন দুজনেই হ্যাঁ করে দিয়েছেন এই প্রোজেক্টে। আর তাই পরের বছরই শ্যুটিং শুরু হয়ে যাবে। আপাতত চলছে প্রি-প্রোডাকশনের বিভিন্ন কাজ।