হ্যালোইন, মূলত পশ্চিম 🔯দেশের একটি উৎসব হলেও এখন সারা বিশ্বের সুপরিচিত একটি উৎসবে পরিণত হয়েছে এটি। এই দিন পশ্চিমের দেশ গুলিতে বিভিন্ন ভূতের সাজে সেজে ওঠেন সকলে। সঙ্গে বাড়িকেও সাজানো হয় অনন্যভাবে। এবার পশ্চিমের দেশগুলির মতোই কলকাতার ꩲরাস্তায় মানুষকে সেজে উঠতে দেখা গেল হ্যালোইনের সাজে।
সোমবার সন্ধ্যায় শহরের বেশ কিছু তরুণ তর𝓀ুণী ভুতুড়ে পোশাক পড়ে হ্যালোইন পালন করতে নন্দনে সমাবেত হন। স্পন্দন নামে একটি সংস্থা দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানের এই বছর চতুর্থ বর্ষ পূর্ণ হল। এই প্রতিযোগিতায় নিজেদের মতো সেজে উঠতে পারেন তরুণ তরুণীরা।
(আরও পড়ুন: ভূত চতুর্দশী উপলক্ষে বাড়িতে বানান ১৪ শাক, রইল সহজ রেস🐼িপি)
অংশগ্রহণকারীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নিজেদের সৃজনশীলতা প্রকাশ করতে পারেন সকলের সামনে। শুধুমাত্র ভূত বা ডাইনি নয়, কাল্পনিক চরিত্রগুলিকেও সকলের 🌠সামনে তুলে ধরেছেন অংশগ্রহণকারীর♎া।
(আরও পড়ুন: কাল𒀰ীপুজো মানেই আতশবাজি! কোথা থেকে এলো এই সংস্কৃতি? 𓃲জানেন?)
এই প্রতিযোগিতা সম্পর্কে কথা বলতে গিয়ে ইভেন্টের প্রতিষ্ঠাতা তথা সংগঠন প্রধান আ🎃ত্মজ্যোতি মিত্র বলেন, ‘এই বছর আমরা চতুর্থ বর্ষ পালন করছি। আপাতত আমাদের এই বছর ১৪ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছেন। আগামী দিনে আরও বেশি মানুষ যাতে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন, সেই মতো বড় আয়োজনের পরিকল্পনা করছি আমরা।’