আগামি শনিবার ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে কলকাতার দ্বি✃তীয় ফরাসি চলচ্চিত্র উৎসব। ২০২৪ এ কলকাতায় আলিয়ঁস ফ্রঁসেজ দু বেঙ্গল এবং নন্দনের মিলিত উদ্যোগে প্রথম ফরাসি চলচ্চিত্র উৎসব শুরু হয়। দর্শকদের ম🤪ধ্যে আশানুরুপ সাড়া ফেলায় এবছর পুনরায় সেই আয়োজন। আরও নতুন চমক, আরও বেশি ছবি থাকছে এবছর।
আগামি ২২ ফেব্রুয়🌼ারি থেকে ১ মার্চ পর্যন্ত এটি নন্দনের তিনটি হল জুড়েই চলবে। মোট ৪০ টি ছবি দেখানো হবে এবং আলিয়ঁস ফ্রঁসেজ দু বেঙ্গলে, ২৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ সারারাত ব্যাপ⛎ী ফরাসি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দৃশ্যায়ন হবে।
উদ্বোধনের দিন অতিথি হিসাবে থাকছেন নাসিরুদ্দিಌন শাহ, অনুভব সিনহা, অনুসূয়া সেনগুপ্ত, গৌতম ঘোষ, রুক্মিণী মৈত্র, ঋতুপর্𓃲ণা সেনগুপ্ত প্রমুখ।
ছবির বিভাগগুলির মধ্যে রয়েছে 'ফ্রেঞ্চ কন্টেম্পোরারি সিনেমা', 'রেট্রোস্পেকಌটিভ', 'ফ্রেঞ্চ ক্লাসিকস', 'ইন্ডিয়া অ্যাট কানস', 'ইয়ং অডিয়েন্স', 'কলিং অফ দ্য মাউন্টেনস'।
২২ তারিখ রেদুয়ান বুঘেরাবার এবং আলী পরিচালিত 'ডিলোকালাইজেজ' এর স্ক্রিনিং দিয়ে শুরু হচ্ছে উৎসব। তালিকায় থাকছে ‘নো ডগস অর ইটালিয়ানস অ্যালাওড’, কনস্টান্টিন বোজানভের ‘দ্য শেমলেস’, ‘এজেন্ট অফ হ্যাপিনেস’, সেবাস্তিয়ান তুলার্ড-এর ‘সুগার অ্যান্ড স্টারস’, জেরল্ড উরির ‘ডোন্ট লুক নাও উই আর বিং শর্ট অ্যাট’ ইত্যাদি ছবি।
স্পেশাল স্ক্রিনিংয়ে থাকছে, ‘হিউমান্স ইন দ্য লুপ’। এছাড়াও ভারতীয় ছবি ‘মন্থন’ ও ‘রাহগির’, ঘরে বাইরে’ ও ‘আবার অরণ্যে’-র মতন কিছু বাংলা ছবিও দেখা যাবে।🔥 উৎসবের কোন টিকিট মূল্য নেই, প্রবেশ অবাধ।
আরও পড়ুন - Yaꦍshvardhan Ahuja: 'এ তো দুই তারকার মিশ্রণ!' গোবিন্দার ছেলেক൲ে দেখে কাদের কথা মনে পড়ল নেটিজেনদের?
উৎসবের ঘোষণাপর্বের সাংবাদিক সম্মেলনে আলিয়ঁস ফ্রঁসেজ দু বেঙ্গলের ডিরেক্টর নিকোলাস ফ্যাসিনো কলকাতার দর্শকদের অভিবাদন জানিয়ে বলে🐼ন, সিনেমার মধ্যে দিয়েই ভারত ও ফ্রান্সের মধ্য🧜ে মিলনসেতু রচনা হতে চলেছে এবার।
১ মার্চ শেষদিনেꦑর পর্বে হাজির থাকবেন নন্দিতা দ💧াস, সুধীর মিশ্র, হুমা কুরেসি, ডেভিড ফোয়েনকিওন্স, মুকেশ ছাবড়া, অঞ্জন দত্ত, রিচা শর্মা, প্রীতিময় চক্রবর্তী-সহ আরও অনেকে।