'কন্যাশ্রী' প্রকল্পকে বিষয়বস্তু করে তৈরি হয়েছে নতুন একটা বাংলা ছবি 'সুকন্যা'। আর সেই ছবিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদলে তৈরি একটা চরিত্রে অভিনয় করেছেন কনীনিকা বন্দ্য়োপাধ্যায়। গতবছরই এই ছবির শ্যুটিংয়ের সময় বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হ♌য়েছিল। অবশেষে সামনে এসেছে সেই ছবির ট্রেলার।
‘সুকন্যা’র ট্রেলারে সরু পাড়ের সাদা শাড়িতে দেখা গিয়েছে অভিনেত্রী কনীনিকা বন্দ্য়োপাধ্যায়কে। তাঁর সেই ছবি দেখে সঙ্গে অনেকেই⭕ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে চরিত্রটির মিল খুঁজে পেয়েছেন। ছবিতে সরকারি প্রকল্পের কথাই রয়েছে। আর এটা নিয়ে সম্প্রতি টিভি9কে দেওয়া সাক্ষাৎকারে কন্যাশ্রী প্রকল্প নিয়ে নিজের মতামত জানিয়েছেন কনীনিকা। তাঁর কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা অন্য জায়গা রয়েছে। কনীনিকার কথায়, ‘দিদিই আমাদের আগ্নেয়গিরি হতে শিখিয়েছেন।’ তবে আবার RG করের ঘটনায় তাঁর যে মাননীয়া মুখ্যমন্ত্রীর ব্যবহার এক্কেবারেই ভালো লাগেনি, সেকথাও বুঝ🎶িয়ে দিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন-কিংবদন্তী অভিনেত্রীর ম𓆉েয়ে! ছোটবেলার ছবিতে বলিপাড়ার এই⭕ দুই সেলেব বোনকে চিনতে পারছেন?
‘সুকন্যা’ নিয়ে টিভি9কে দেওয়া সাক্ষাৎকারে কনীনিকা বলেন, ‘যে মানুষটির বক্তৃতা শুনে একদিন গায়ে কাℱঁটা দিত, এখন তারই বক্তৃতা শুনে মানুষ এখন হাসে। বাইরের লোকজন মিম বানাচ্ছেন। এগুলো দেখে কিন্তু আমার রাগ হয়। সিনেমার জন্য এই চরিত্রটি যখন আমার কাছে এলো, সেটি করতে করতে আমি কিন্তু ওঁর প্রেমে পড়ে গিয়েছিলাম। কারণ, একজন মেয়ের মধ্যে সেই দম ছিল।… তবে বিগত কয়েকমাসে আমাদের প্রত্যেকের জীবন কিন্তু পরিবর্তন হয়েছে একটি মেয়েকে ঘিরে, সে আর নেই…। সেই ঘটনা ঘিরে আমরা অনেকেই ভিতরে ভিতরে ফুটছি, হয়ত চুপ আছি, এটাও কিন্তু দিদিই শিখিয়েছেন আমাদের। তাই চরিত্রটি করতে রাজি হয়েছিলাম। তবে আমার গায়ে কিন্তু কোনও রাজনৈতিক রং নেই।'