প্রায় চার সপ্তাহ ধরে সিনেমাহলে সগৌরবে চলছে প্রজাপতি। ছবি নিয়ে দর্শকদের হিড়িকও চোখে পড়ার মতো। সঙ্গে এই ছবির সঙ্গে জড়িয়ে𝄹 থাকা রাজনৈতিক বাকবিতণ্ডাও কমার নামই নিচ্ছে না। সোমবার ছিল এই ছবির ২৫ দিনের সাফল্যের পার্টি। আর সেখানে উপস্থিত থেকে মিঠুন চক্রবর্তী তৃণমূলের মুখমাত্র কুণ🐓াল ঘোষকে হঠাৎই বলে বসেন ‘গঙ্গারাম’। ছেড়ে কথা বলার পাত্র তো গঙ্গারাম থুরুি কুণালও নন। করলেন পদ্মশ্রী নিয়ে কটাক্ষ।
কুণাল প্রসঙ্গে সোমবা𒁏র মন্তব্য করেন মিঠুন, ‘গঙ্গারামদের নিয়ে কিছু বলব না, সময় নষ্ট করব না। ... ভেবেছিলেন একটা পাথরে তিনটে শিকার করবেন, ভেবেছিলেন দেবকে ভয় দেখাবেন। দেব ভয় না পেয়ে অভিনেতা হিসেবে উত্তর দিয়েছে।’ আর এর জবাবে ফের কটাক্ষ ভেসে এল কুণালের তরফ থেকে। বললেন, ‘উনি আমাকে গঙ্গারাম বলছেন বলুন। যা ইচ্ছে বলুন। কিন্তু রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্য়ায়ের কাছে যখন পদ্মশ্রীর জন্য সুপারিশ করার সময় এসেছিল তখন তো এই গঙꦺ্গারামকেই বলেছিল।’
কটাক্ষের রেশ চালিয়ে গিয়ে তিনি আরও বলেন, ‘২০২১ সালে তো সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিয়ে যেতে হয়েছিল এই গঙ্গারামকেই।’ প্রসঙ্গত, সেইসময় রাইটার্স বিল্ডিংয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় ২ ঘণ্টার মিটিং করেছিলেন মিঠুন। কুণালের দাবি তিনিই সেটার ব্যবস্থা করে দিয়েছিলেন। আরও পড়ুন: ‘ভয় দেখাতে চেয়েছিল’💜, প্রজাপতির সাফল্য পার্টিতে কুণালের নামে মিঠুন! জবাব দেবেরও