গত ২৫ দিন ধরে হেফাজতে আরিয়ান খান। গত ২রা অক্টোবর গোয়াগামী ক্রুজ থেকে আটক করা হয় আরিয়ানকে, এরপর দু-দফার এনসিবি হেফাজত শেষে আপাতত মুম্বইয়ের আর্থার রোড জেলই ঠিকানা মন্নতের রাজপুত্তুরের। আজ দ্বিতীয় দফায় হাই কোর্টে উঠল আরিয়ান খানের জামিনের আবেদনের শুনানি, কিন্তু রেহাই মিলল না। এদিন দুপুর ৩.৫০ নাগাদ শুরু হয়েছিল আরিয়ান-আরবাজদের জামিনের আবেদনের শুনানি। ডিফেন্সের তরফে নিজেদের পক্ষ রাখতেই দেড় ঘন্টারও বেশি সময় পার করে যায়। এরপরই আজকের মতো শুনানি মুলতুবি করে দেন বিচারপতি নীতিন সাম্বরে।🌼
আরিয়ানের হয়ে কোর্টে সওয়াল করছেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহাতগি। এনসিবির পক্ষে সওয়াল করবেন এএসজি অনি𝐆ল সিং।
শুক্রবারের মধ্যে জামিন না পেলে ১৫ নভেম্বর পর্যন্ত জেলেই থাকতে হবে আরিয়ানকে!
আগামি দু-দিনের মধ্যে আরিয়ানের জামিন আবেদন নিয়ে রায় না দেন বিচারপতি নীতিন সাম্বরে তবে ১৫ নভেম্বর পর্যন্ত আর্থার রোড জেলেই থাকতে হতে পারে আরিয়ান খানকে! (বিস্তারিত পড়ুন)
আগামিকাল পর্যন্ত স্থগিত আরিয়ান মামলার শুনানি
আরও একটা রাত আর্থার রো🔯ড জেলেই কাটবে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাদের। মঙ্গলবারের পর বুধবার সম্পূর্ণ হল না বম্বে হাই কোর্টে এই মামলার সওয়াল-জবাব পর্ব। এদিন কোর্টের সামনে আরবাজ ও মুনমুনের পক্ষ রাখেন, তাঁদের আইনজীবীরা। তবে এনসিবির তরফে পালটা জবাব দেওয়ার পর্ব শুরুর আগেই বিচারপতি জানতে চান, কত সময় প্রয়োজন তাঁর। জবাবে এএসজি অনিল সিং জানান, কমপক্ষে এক ঘন্টা। এরপরই আগামিকাল পর্যন্ত এই মামলার শুনানি স্থগিত করে দেন বিচারপতি। আগামিকাল দুপুর ২.৩০টে-র পর তৃতীয় দফায় এই মামলা শুনবেন বিচারপতি। (বিস্তারিত পড়ুন)
গ্রেফতারি পরোনায়া নিয়ে প্রশ্ন, শুধু মাদক সেবনের জন্য কাউকে এতদিন আটকে রাখা যায় না, দাবি আইনজীবীর
আরবাজ মার্ღচেন্টের আইনজীবী অমিত দেশাই (নিম্ন আদালতে ইনি আরিয়ানের হয়ে লড়েন) এদিন দুই বন্ধুর হয়ে সওয়াল করে বলেন, যে দোষের জন্য সর্বোচ্চ সাজা এক বছর (মাদক সেবন) তার জন্য বিনা জামিনে এতদিন ধরে ওদের আটকে রাখা অনুচিত। এমন পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ রয়েছে যা স্পষ্ট করছে এখানে ষড়যন্ত্রের কোনও প্রশ্নই নেই। আরিয়ানের আইনজীবী বলেন, গ্রেফতারি পরোয়ানাতে সঠিক এবং উপযুক্ত তথ্য থাকা জরুরি, আমাকে কেন গ্রেফতার করা হচ্ছে সেটা স্পষ্ট করতে হবে। তিনি আরও বলেন, আরিয়ানের গ্রেফতারি পরোয়ানাতে বেশ কিছু জিনিসের উল্লেখ রয়েছে যা তার কাছ থেকে উদ্ধার করা হয়নি।