সোমবার, ২০ মে ছিল এবারের লোকসভা নি🎐র্বাচনের পঞ্চম দফার ভোট ছিল। আর এই দফাতেই হুগলি কেন্দ্রের ভোট হল। এবার এখান থেকে বিজেপির হয়ে লড়াই করেছেন লকেট চট্টোপাধ্যায়। অন্যদিকে তাঁর বিপরীতে তৃণমূল কংগ্রেসের রচনা বন্দ্যোপাধ্যায় ছিলেন। এটাই রচনার প্রথম ভোট। আর সেই ভোটগ্রহণ মিটতেই এক বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আনলেন তাঁর বিরোধী লকেট চট্টোপাধ্যায🍒়। কী জানালেন তিনি?
রচনাকে নিয়ে কী বললেন লকেট চট্টোপাধ্যায়?
লকেট চট্টোপꦦাধ্যায় এদিন জানিয়েছেন রচনা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রতিপক্ষ হিসেবে বিশেষ গুরুত্ব দিতে চাইছেন না। যদিও লড়াইটা কঠিন যে সেটা মেনে নেন তিনি। একই সঙ্গে এদিন তিনি দিদি নম্বর ওয়ানের বিষয়ে একটি বিস্ফোরক দাবি𝕴ও করেন।
আরও পড়ুন: 'বিজেপির কালচার...' প্রথম ভোট - পরীক্ষায় রেগে অগ্নিশর্মা রচনা, কেন? গোটা দিন কাটালেন কীভ♈াবে?
ভোটের পর সাংবাদিকদের মুখোমুখꦏি হয়ে এদিন লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘উনি অনেক আগেই রাজনীতিতে আসার ইচ্ছে প্রকাশ করেছেন। প্রথমে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন। সেই খবর আমার কাছে এসেছিল। কিন্তু পরে তৃণমূলে চলে গেলেন। উনি সত্যিকারের রাজনীতি করতে চাইলে বিজেপিতে আসুন।’
এবারের হুগলির ভোট নিয়ে কী বক্তব্য লকেটের?
লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন তিনি এবারের হুগলি কেন্দ্রের ভোট নিয়ে খুশি। তাঁর দাবি ২০১৯ সালের থেকেও এবার ভালো ভোট হয়েছে। আর আগেরবার থেকে বেশি মান💧ুষ তাঁদের পাশে আছেন বলেও মনে কর♔ছেন লকেট। যদিও ধনিয়াখালিতে কিছু সমস্যা হয়েছে বলে লকেট জানান। অনেক ভোটার নাকি ভোট দিতে এসেও ভোট দিতে পারেননি।
আরও পড়ুন: ভুল জায়গায় গিয়ে লম্ফঝম্প! নিজের পোলিং বুথের 🌠বদলে অন্য জায়গায় গিয়ে চি💮ৎকার গওহরের, তারপর...?
রচনা বিজেপিকে নিয়ে কী বলেছেন এদিন?
এদিন একাধিক জায়গা থেকে তৃণমূল কর্মীরা অভিযোগ করতে থাকেন যে তাঁদের দলের পতাকা, ফেস্টুন নাকি ছিঁড়ে ফেলছে বিজেপি। সেই খবর পেয়ে সেখানে ছুটে যান তার💞কা প্রার্থী। শান্ত থেকেও গোটা ঘটনার প্রতিবাদ করেন তীব্র ভাষায় বিজেপিকে আক্রমণ করেন। ক্ষোভ উগরে দিয়ে বলেন, 'বিজে🌊পির কালচার তো এটাই।'