বাংলা রাজনীতির ‘কালারফুল বয়’ মদন মিত্র। সোশ্যাল মিডিয়ায় দারুণ জনপ্রিয় কামারহাটির তৃণম𓆉ূল𒀰 বিধায়ক। তাঁর লাইভ দেখার জন্য অপেক্ষায় থাকেন অনুরাগীরা। কিন্তু কিছু দিন ধরেই দেখা নেই তাঁর। অসুস্থতার জন্য আপাতত বাড়িতেই রয়েছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র।
লোকসভা ভোটের প্রচারেও দেখা যাচ্ছে না মদন মিত্রকে। একেবারে ঘরবন্দি তিনি। বহুদিন পর হোলি উপলক্ষে ফেসবুকে ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় ‘মদনদা’। দোলের ছবি শেয়ার করলেন ফেসবুকে। পাশে বসে তাঁর ছোট ছেলের স্ত্রী। নাম মেঘনা মিত্র। কপালে সবুজ আবীরের ছোঁয়া, চাদরে গোটা শরীর ঢেকে দোলের পরের দিন ছবি পোস্ট করেছেন মদন মিত্র। তবে পোস্ট করা ছবি দেখে বোঝাই যাচ্ছে এখনও সুস্থ হননি বিধায়ক। গায়ে জড়ানো সাদা চাদর। যতটা চনমনে তাঁকে এমনি সময়ে দেখা যায়, চোখ মুখে সেই ভাবটা খানিকটা ফিকে। আরও পড়ুন: মেয়ে রাহার গায়ে ধুম জ্বর! এ বছর খুব একটা হোলি খেলেননি রণবীর-আꦗলিয়া, দেখুন ছবি
ছবিটি পোস্টের ক্যাপসানে মদন লিখেছেন ‘কেমন কাটল আপনাদের দোল’? কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মেঘনা। মদন মিত্রের কাছে সে পুত্রবধূ নয়, বরং মেঘনাকে নিজের মেয়ের মতো বলে দাবি করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক। মদনের মুখে একাধিকবার কন্যাসম মেঘনার প্রশংসা শোনা গিয়েছে। ‘বাবা’ মদন মিত্রর বরাবরই প্রশংসা করে এসেছেন তৃণমূল কাউন্সিলর মেঘনা। আরও পড়ুন: ‘খুব বড় হিট হবে’, অক্ষয়-টাইগারের ‘বড়🐼ে মিয়াঁ ছোটে মিয়াঁ'-র ট্রেলার দেখে আর কী বললেন সলমন
সামনেই লোকসভা ভোট। কিন্তু অসুস্থতার কারণে আপতত বাড়িতেই রয়েছেন মদন মিত্র। ফলে ভোটের প্রচারে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে। প্রসঙ্গত, চোখে রোদ চশমা, পরনে রঙিন পাঞ্জাবি- মদন মিত্রকে এই ‘লুকে’ দেখতেই অভ্যস্ত আপামর বাঙালি। তবে গত ডিসেম্বর মাসে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এই তৃণমূল বিধায়ক। ভর্তি করতে হয় হাসপাতালে। সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া হয়েছিল। দীর্ঘদিন উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন মদন মিত্র। সেখানে খিঁচুনির জেরে পড়ে যান তিনি। ভেঙে যায় বাম কাঁধের হাড়। পরে❀ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তৃণমূল নেতা। মদনের পোস্টের কমেন্টেও অনেকে তাঁর আরোগ্য কামনা করেছেন। দ্রুত সুস্থ হয়ে রাজনীতির ময়দানে ফিরে আসুন, এটাই কামনা করেছেন অনেকেই।