কিছুদিন আগে নিউটাউনের এক রেস্তোরাঁয় ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন অভিনেতা সোহম চক্রবর্তী। তখনই সেই রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের সঙ্গে তিনি এবং তাঁর কর্মীরা বাকবিꦅতণ্ডায় জড়িয়ে পড়েন। এই বিষয়ে বিভিন্ন তারকারা বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ সোহমকে কটাক্ষ করেছে, কেউ আবার সমর্থন। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল জানালেন মধুমিতা সরকার।
সোহম এবং রেস্তোরাঁ কাণ্ড নিয়ে কী বললেন মধুমিতা?
এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুমিতা জানান, 'পরে জেনেছি যে নিচে গণ্ডগোল হচ্ছিল♏। আমি তখন রেস্তোরাঁর ছাদে মানে যেখানে শ্যুটিং চলছিল। আমি নিজে আর আগে কখনও এসব ফেস করিনি। দেখিওনি। এটা আমার প্রথম অভিজ্ঞতা তাই খুবই চমকিত। আমার কিছু বোঝার আগেই সবটা ঘটে গেছে। তাই খুব শকড। তবে আমাদের ততক্ষণে সিনটা শ্যুট হয়ে গিয়েছিল।' তিনি একই সঙ্গে এই সাক্ষাৎকারে জানান, 'ঝামেলাটা হওয়া ঠিক নয়।'
আরও পড়ুন: লাল পোশাক পরা যাবে না! দিনক্🍌ষণ থেকে ভেন্যু: ঝটপট জেনে নিন সোনাক্ষী - ꦇজাহিরের বিয়ের ৫ জিনিস
আরও পড়ুন: 'সবাই ভা🦹বে...' বরের উপর চোটপাট করেন সংঘশ্রী! দিদি নম্বর ওয়ানে ফাঁস আসল গল্প
🌞তবে এই গোটা বিষয়ে নিয়ে কিছুদিন আগে মধুমিতা সরকার হিন্দুস্তান টাইমসের কাছেও মুখ খুলেছিলেন তখন তিনি জানান, 'প্রথমত আমি কারও স্বপক্ষে বা বিপক্ষে কথা বলছি না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করারও আমি কেউ নই। আসলে আমার মতে কোনও সমস্যাই কোনও এক পক্ষের দ্বারা সৃষ্টি হয় না, সেটার জন্য দু'পক্ষই দায়ী থাকে।'
আরও পড়ুন: পর্ণা - সৃজনের জীবনে ঝড় তুলতে হাজির রাজা! নিম ফুলের ম♔ধুর গল্পে ফের বড় চমক!
গোটা বিষয়ে নিয়ে থানার দ্বারস্থ দুই পক্ষ
সোহম গত শনিবার সন্ধ্যায় গিয়ে নিউ🙈টাউন থানায় সেই রেস্তো꧒রাঁর মালিক এবং ম্যানেজারের নামে FIR দায়ের করেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে FIR দায়ের করেন। প্রাথমিক ভাবে সেই রেস্তোরাঁর কর্মীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই বয়ান এবং অভিযোগে নাম করা হয়েছে সোহম এবং তাঁর কয়েকজন সঙ্গীদের। তবে সেই ব্যক্তি যাই বলুন অভিনেতা কিন্তু তাঁর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।