টলিউডে নতুন ছবির ঘোষণা। এসভিএফের প্রযোজনায় আসছে ‘একান্নবর্তী: ৫১ নয়, এক অন্ন’। পরিচালনায় মৈনাক ভৌমিক। এক পারিবারিক কাহিনি। ছবির চিত্রনাট্য লিখেছেন খোদ মৈনাক। ছবিতে অভিনয়ে রয়েছেন অপরাজিতা আঢ্য, সৌরসেনী মৈত্র, অলকানন্দা রায়, অনন্যা সেন প্রমুখ।মৈনাক ভৌমিকের শেষ ছবি 'চিনি'র সফলতার পর, দর্শকদের আরও একটি চমক দিতে হাজির তিনি। দুর্গাপুজোয় পুনর্মিলনের মাধ্যমে পরিবারের মূল্য এবং চেতনা উদযাপনের মাধ্যমে। দুই বোনের গল্প নিয়ে এই ছবি। একজনের তুলনায় অপরজনের প্রাপ্তি নিতান্তই কম। এই দুই চরিত্রে অভিনয় করছেন সৌরসেনী এবং অনন্যা। তাঁদের মায়ের চরিত্রে অপরাজিতা আঢ্যর। ঠাকুমার ভূমিকা অলকানন্দা রায়। আগামী ৮ জুলাই থেকে শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। ইতিমধ্যে সামনে এসেছে ছবির পোস্টার। প্রত্যেকটা একান্নবর্তী পরিবারের মতোই, তাঁদের পরিবারের একটা সময় বন্ধন দৃঢ় ছিল। কিন্তু সময়ের সঙ্গে তা আলগা হতে শুরু করে। ছবির আবহ জুড়ে রয়েছে দুর্গা পুজো। বন্দ্যোপাধ্যায় পরিবারের দুর্গা পুজো, আর তারসঙ্গে জড়িয়ে থাকা নানা ঘটনার কথা উঠে আসবে এই ছবিতে। পুজোর আবহে পরিবারের সকলের সমাগমে যেন প্রাণ ফিরে আসে। এই প্রেক্ষাপটে নানা ঘটনা নিয়ে গল্প এগোবে ছবির।ছবি সম্পর্কে বলতে গিয়ে পরিচালক জানিয়েছেন, একান্নবর্তী যৌথ পরিবার মেজাজটাকে উদযাপন করবে। যখন সকলে বাড়ির পুজোয় একত্রিত হবে। বাড়ির পুজোগুলো ক্রমশ হারিয়ে যাচ্ছে। একটা হ্যাপি-সুইট ড্রামা বলেছেন তিনি এই ছবিটাকে। এই মনখারাপ-করা সময়ে পজিটিভিটি থাকার বার্তা দেবে এই ছবি।