দীর্ঘদিন ধরে পর্দা থেকে দূরে রয়েছেন অভিনেত্রী মন্দিরা বেদী। তবে সোশ্যাল মিডিয়াতে দারুণ সক্রিয় তিনি। অভিনেত্রী সবসময় তাঁর ফিটনেস দিয়ে ভক্তদের মুগ্ধ করেন। এই বয়সেও মন্দিরে ফিটনেস দไেখে অবাক হন অনেকেই। ভক্তরাও মন্দিরার ফিটনেসের প্রশংসা করেন। তবে মন্দিরার সদ্য শেয়ার করা ভিডিয়ো দেখে রীতিমতো অবাক হয়েছেন নেটিজেনরা। কেউ ♔কেউ মন্দিরার চেহারা বদল লক্ষ্য করেছেন।
মন্দিরা বেদী তার ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে অভিনেত্রীকে দেখে অনেকেই মন্তব্য করেছেন, তাঁর বয়স বেড়ে গিয়েছে। ভিডিয়োতে অভিনেত্রী বলেছেন- ‘বয়সের সঙ্গে করুণা করবেন না... সাহসের সঙ্গে গল্প বলুন’। ভিডিয়োতে অনেকেই মন্দিরার ঠোঁটকে নিশানা করেছেন। কারও কারও মন্তব্য অভিনেত্রীর ঠ🦹োঁটটা একটু মোটা দেখাচ্ছে, লিপ জব করিয়েছেন তিনি। এবার লিপ জব করানোর গুঞ্জন নিꦯয়ে মুখ খুললেন মন্দিরা।
আরও পড়ুন: শীঘ্রই ডেবিউ করবে🅰 বলিউডে, সারাকে জড়িয়ে এই ছেলেটিকে চিনত𓄧ে পারছেন, বলুন তো কে
অপর একটি ভিডিয়ো শেয়ার করেছেন মন্দিরা। ক্যামেরার সামনে নিজের মুখ দেখানোর পর পাশ ফিরে নিজের মুখের ছবি ক্যামেরার সামনে দেখিয়েছেন। ভিডিয়োর ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে, ‘কুছ তো লোগ কাহেঙ্গে, লোগো কা কাম হ্যাক কেহনা’। পোস্টের ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘আর যাচাই বা অনুমান করার প্রয়োজন নেই.. আমি আপনাকে সমস্ত কোণ দিয়ে দেখালাম.. আপনার অনুমানের জন্য। এটাকে ফিলটারꦓ বলে ফিলার নয়’।
আরও পড়ুন: ‘কেউ থাকে না..’, বাড়ি ভাড়া দিতেন ৫০০ টাকা, এ বার সেই ফ্ল্যাটই কিনতে চান অক্🎐ষয়
পোস্টেই মন্দিরা সাফ জানিয়েছেন, ফিলটার ব্যবহার করেছেন তিনি ফিলার নয়। পোস্টে🐷 একজনের মন্তব্য, ‘তবে আপনি যা-ই বলুন না কেন মন্দিরা আপনার পুরোনো আসল সংস্করণটি সেরা ছিল’। একজন লিখেছেন, ‘ঠোঁট মিথ্যে বলে না’। কার🐷ও মন্তব্য়, ‘গানেই তো লুকিয়ে আসল কথা’।
আরও পড়ুন: ‘বৃষ্টির মতো কথাবার্তা..’, পার্কস্ট্রিটে শ্যুটিংয়ে কাজল, ৬ বছর 💯পর দেখা করে কেমন অনুভূতি ঋদ্ধꦦির
২০২১ সালের ৩০ জুন মন্দিরার স্বামী রাজ কৌশল প্রয়াত হন। মাত্র ৪৯ বছর বয়সে আচমকা হৃদ্রোগে আক্রান্ত হ🐽য়ে মৃত্যু হয় তাঁর। ব্যক্তিগত জীবনের টানাপড়েনে খেলার মাঠ থেকে কিছু দিন বিরতি নিয়েছিলেন মন্দিরা। মাইক হাতে ক্রিকেটারদের সঙ্গে হাসিঠাট্টা, খুনসুটিতে মন্দিরাকে দেখা যাচ্ছিল না। গত বছর আইপিএ🌸লের মঞ্চে মন্দিরাকে দেখে উচ্ছ্বসিত হন ভক্তরা।
বাইশ গজের খেলার সঞ্চালনায় মহিলাকণ্ঠের প্রসঙ্গ উঠলেই প্রথমে উঠে আসে মন্দিরার নাম। অনেকের মতেই, দেশের সবচেয়🌃ে জনপ্রিয় ধারাভাষ্যকার তিনি। যে কয়েকটি নারীকণ্ঠের ধারাভাষ্য কানের এবং মনের স্বস্তি দেয়, মন্দিরার কণ্ঠ তার মধ্যে অন্যতম।
অভিনেত্রী হওয়ার পাশাপাশি, ভারতীয় ক্রিকেটের দাপুটে ধারাভাষ্যকার হিসাবেও তাঁকে চেনে গোটা বিশ্ব। এই পথ চলা প্রথম শুরু হয় ২০০৩ সালে। বিশ্বকাপে প্রথম কাঁধখোলা ব্লাউজ এবং ল্যাভেন্ডার রঙের শাড়ি পরে সঞ্চালনার দায়িত্ব সামলে♛ছিলেন মন্দিরা। তখন থেকেই বাইশ গজের জগতে মন্দিরার জনপ্রিয়তা বাড়তে থাকে।
আইপিএল, সাধারণ টুর্নামেন্ট, বিশ্বকাপের মঞ্চে বহু বার মন্দিরার উপস্থিতি আলাদা করে নজর কেড়ে নিয়েছে। সাজপোশাক তো বটেই, মন্দিরার জৌলুসেও মজেছেন অনেকে। তা যে অস্বাভাবিক নয়, তার প্রমাণ 🀅মন্দিরা🍃 নিজেই।