লন্ডনের ১০ ডাউনিং স্ট্রিট, সেখানেই ব্রিটিশ প্রধা🍃নমন্ত্রী ঋষি সুনক বাড়ি। লন্ডনের সেই বাড়িতেই অতিথি হয়ে সম্প্রতি উপস্থিত হয়েছিলেন মণীষা কৈরালা। তবে ভারত নয়, নিজের দেশ নেপালে প্রতিনিধি হয়ে সেখানে গিয়েছিলেন অভিনেত্রী। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গে কথাও হল তাঁর।
ব্রিটেন ও নেপালের মধ্যে 'মৈত্রী চুক্তির ১০০ বছর' উদযাপনের জন্য আয়োজিত বিশেষ অনুষ্ঠানের জন্যই সেখানে গিয়েছিলেন মণীষা। তারই কিছু মুহূ🐓র্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর বসভবন𝓀ে দেখা করতে যাওয়ার সময় কালোর উপর সোনালি পাড়ের একটা ট্রাডিশনাল শাড়ি পরেছিলেন মণীষা। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে হাসিমুখে পোজ দিতে দেখা যায় মণীষাকে।
ছবিগুলি পোস্ট করে মনীষা কৈরালা ক্যাপশনে লিখেছেন, ‘১০ ডাউনিং স্ট্রিটে নেপাল-যুক্তরাজ্যের সম্পর্ক এবং বন্ধুত্বপূর্ণ চুক্তির ১০০ বছর উদযাপনে আমন্ত্রণ পাওয়াটা আমার কাছে সম্মানের। আমাদের দেশ নেপাল সম্পর্কে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনককে ভালোবেসে কথা হলতে শুনে খুব ভালো লাগল। আমি প্রধা🔯নমন্ত্রী এবং তাঁর পরিবারকে এ♉ভারেস্ট বেস ক্যাম্পে ট্রেক করার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তবে এটা হয়ত আপনারাও বিশ্বাস করতে পারবেন না, যে অনুষ্ঠানে উপস্থিত অনেকেই নেটফ্লিক্সে আসা আমার ওয়েব সিরিজ হীরামান্ডী দেখেছেন এবং এটা তাঁদেরও ভালোও লেগেছে। এটা জেনে আমি রোমাঞ্চিত ছিলাম!’
অভিনয় দুনিয়া থেকে দীর্ঘ বিরতির পর 'হীরামান্ডি' ছবির হাত ধরেই আরও একবার পর্দায় ফিরেছেন মণীষা কৈরালা। সঞ্জয়লীলা বনশালি পরিচালিত এই ওয়েব সিরিজে দেশভাগের আগে লাহোরের গণিকꦿাদের তৎকালীন জীবন অবলম্বনে তৈরি হয়েছে। হীরামান্ডিতে মণীষা কৈরালা ছাড়াও রয়েছে সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, রিচা চাড্ডা, সঞ্জিদা শেখ এবং শারমিন সেগালের মতো অভিনেত্রীরা। রয়েছেন শেখর সুমন। এই সিরিজে মল্লিকাজান-এর চরিত্রে অভিনয় করেছেন ম🧸ণীষা।