𝕴 একদিকে যেখানে ঐশ্বর্য রাই বচ্চনকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ট্রোলড হচ্ছেন আব্দুল রাজ্জাক, সেখানে এখন বিপাকে পড়েছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রামিজ রাজা। প্রকৃতপক্ষে, ফ্যাশন ডিজাইনার এবং অভিনেত্রী মাসাবা গুপ্তা সম্প্রতি পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার রমিজ রাজাকে একহাত নিয়েছেন। সম্প্রতি পাকিস্তানের টেলিভিশন চ্যানেলে মাসাবার বাবা-মা, ওয়েস্ট ইন্ডিজের দুর্দান্ত ব্যাটসম্যান ভিভিয়ান রিচার্ডস এবং অভিনেত্রী নীনা গুপ্তার প্রতি বর্ণবৈষম্যমূলক মন্তব্য করা হয়। তাতে হাসতে হাসতে উৎসাহ দেন রামিজ। মাসাবা সেটিরই সমালোচনা করেছেন এবং বলেছেন যে কোনও রামিজের কোনও শালীনতাবোধ নেই।
ঘটনাটি কী ঘটেছে?
𝓰পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ভিভিয়ান রিচার্ডস ও নীনা গুপ্তাকে নিয়ে করা বর্ণবিদ্বেষী কৌতুক দেখে বেশ হেসেছেন রমিজ রাজা। দুই মাস পুরনো এই ভিডিয়ো হালে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এমন পরিস্থিতিতে, ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা রবিবার তাঁর বাবা-মায়ের বিরুদ্ধে করা মন্তব্যের জন্য প্রাক্তন পাকিস্তানি খেলোয়াড় রমিজ রাজার কঠোর সমালোচনা করেছেন। এক টুইটে রমিজ রাজাকে একহাত নিয়েছেন তিনি।
♕পোস্টে মাসাবা সরাসরি রাজাকে সম্বোধন করেছেন এবং তাঁর কাজের মধ্যে শালীনতার অভাব আছে বলেছেন। শুধু তাই নয়, জাতীয় টিভিতে তাকে হাসতে দেখে মাসাবা গুপ্ত তাঁর হতাশা প্রকাশ করেছেন। বলেছেন, বিশ্ব কয়েক দশক আগে এই নিয়ে হাসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু রামিজ আজও হাসছেন তা নিয়ে। বলেছেন, ‘গ্রেস’ এমন একটি জিনিস, যা সকলের মধ্যে থাকে না।
কী লিখেছেন মাসাবা?
꧂তাঁর কথায়, ‘প্রিয় রমিজ রাজা (স্যর), গ্রেস এমন একটি গুণ যা খুব কম মানুষেরই আছে। আমার বাবা, মা এবংআমার এটা আছে। আপনার নেই। পাকিস্তানের জাতীয় টিভিতে আপনাকে এমন কিছু বিষয় নিয়ে হাসতে দেখলাম, যা নিয়ে বিশ্ব প্রায় ৩০ বছর আগে হাসি থামিয়েছিল। এটি দেখে দুঃখ পেলাম। ভবিষ্যতের দিকে এগিয়ে যান। আমরা তিন জনই এখানে মাথা উঁচু করে বসবাস করছি।’
ঠিক কী হয়েছিল ওই অনুষ্ঠানে?
ﷺএই বিতর্কটি একটি ভিডিয়োর কারণে তৈরি হয়। যেখানে একজন কৌতুক অভিনেতা ভিভিয়ান রিচার্ডসের ত্বকের রং নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। কৌতুক অভিনেতা শুধু রিচার্ডসকে নিয়ে মজাই করেন না, রিচার্ড এবং নীনার সম্পর্কে এমন কথাও বলেন, যা ছাপার ভাষায় প্রকাশ করা অসম্ভব। অতি নিম্নরুচির সেই ঠাট্টা নিয়েই বর্তমানে বিতর্ক তৈরি হয়েছে।