১৯৯৪ সালে বক্স অফিসে মুক্তি পেয়েছিল 'ম্যায় খিলাড়ি টু আনাড়ি' ছবিটি। এই সুপারহিট ছবির অন্যতম জনপ্রিয় গান ছিল 'চুরা কে দিল মেরা' যা আজও মানুষজন গুনগুনিয়ে ওঠে মাঝেমধ্যেই। চলতি মাসে মুক্তি পেতে চলা 'হাঙ্গামা ২' ছবিতে এই গান ফের একবার ব্যবহৃত হয়েছে। অবশ্যই খোলনলচে বদলে রিমিক্স আকারে। তবে নয়ের দশকে শুট হওয়া ওই গানের সঙ্গে এই রিমিক্সে একটি ব্যাপারে মিল রয়ে গেছে ൲পুরোপুরি। তা হলো শিল্পা শেট্টি। সেবার অক্ষয়ের বিপরীতে কোমর দোলাতে দেখা গেছিল তাঁকে। এবারে 'খিলাড়ি'-র বদলে এই গানের সুরে পা মেলাবেন মিজান জাফরি।
ইতিমধ্যেই শিল্পা ও মিজানের সেই গানের ভিডিও দেখে উছ্বসিত দর্শক। লাস্যময়ী শিল্পার সঙ্গ🌠ে তাল মিলিয়ে জমিয়ে ডান্স ফ্লোর কাঁপাচ্ছেন মিজান। সম্প্রতি, এক সাক্ষাৎকারে এই গানের প্রসঙ্গে মিজান জানালেন ১৯৯৪ সালে যখন ''ম্যায় খিলাড়ি টু আনাড়ি' ছবিটি মুক্তি পেয়েছিল তখন তাঁর জন্মই হয়নি! তাই তাঁর কাছে আজও ব্যাপারটা প্রায় স্বপ্নের মতোই যে শিল্পার মতো এতবড় একজন বলি-তারকার সঙ্গে ওঁরই হিট গানের রিমিক্সে পা মেলাতে পারছেন। একসঙ্গে স্ক্রিন শেয়ার করতে পারছেন তিনি। 'শিল্পা ম্যাম' যে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও দুর্দান্ত হয়েছেন সবদিক থেকেই তাও জোর গলায় দাবি করলেন 'হাঙ্গামা ২'-এর নায়ক।
'ওঁর সঙ্গে কাজ করে যে মজা পেয়েছি তা ভাষায় প্রকাশ করা মুশকিল। এত বড় একজন সিনিয়র অভিনেত্রী হয়েও আমার সঙ্গে যে নম্র ব্যবহার করেছেন তা ভܫাবলেই অবাক লাগে। প্রথম আলাপের সময় বরং আমিই একটু সংকুচিত বোধ করছিলাম। শিল্পা ম্যাম আলাপ করেই তা কাটিয়ে দিলেন নিমিষে', শিল্পার সঙ্গে এই ছবিতে কাজ করার অভিজ্ঞতার বিষয়ে বলতে গিয়ে জানালেন 'জাভেদ জাফরির পুত্র'।
শিল্পা ও মিজান ছাড়াও 'হাঙ্গামা ২' তে রয়েছেন পরেশ রাওয়াল, প্রণীতা সুভাষ। অতিথি শিল্পী হিসেবে পর্দায় আসবেন অক্ষয় খান্নাও। প্রিয়দর্শন পরিচাল♊িত এই ছবি আদতে ২০০৩ সালে মুক্তি পাওয়া সুপারহিট কমেডি ছবি 'হাঙ্গামা'-র সিক্যুয়েল। চলতি মাসের ২৩ তারিখ ডিজনি+হটস্টার ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং শুর🌌ু হবে 'হাঙ্গামা '-এর।