রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে মিমি চক্রবর্তী। তাঁর চোখে-মুখে, ঠোঁটের কোণে আঘাতের দাগ স্পষ্ট। আচমকা তাঁকে এভাবে দেখলে যে কেউ আঁতকে উঠবেন বৈকি। আর ঠিক এরপরই ব্যাকগ্রাউন্ডে তাঁর গলাতেই শোনা যায়, ‘মা বলত ওকে আগলে রাখার দায়িত্ব আমার, আমি কোনওদিনও মানিনি। ছোট থেকে ভাবতাম ও অপয়া, ছোটলোক…। হঠাৎ একদিন মাকে ভগবান নিয়ে চল♚ে গেল…। আর তারপর আমিও ওকে এই নরকে রেখে পালিয়ে গেলাম…। তারপর ওরদিকে ঘুরেও তাকাইনি।’
এই কথোপকথনের মাঝে দেখা মেলে দুই শিশুর। বল নি💙য়ে খেলতে দেখা যায় তাদের। ঠিক এরপরেই তরুণীর ব♎েশে দেখা মেলে মিমির, তাঁর অপর পাশে আরও এক তরুণী। ভাবছেন তো এসব কী বলছি?
২১ ফেব্রুয়ারি, 'ডাইনি'র অ্যানাউন্সমেন্ট টিজারে এভাবেই দেখা মিলেছে মিমি চ🍎ক্রবর্তীর। তবে এখানে তিনি মিমি নন, তাঁর নাম ‘পাতা’। এই 'ডাইনি'-র গল্প পাতা ও তাঁর বোন লতাকে নিয়ে। ঠিক পর মুহূর্তেই কাটারি হাতে তুলে নিয়ে রণং দেহি মেজাজে দেখা মেলে 'পাতা' মিমির। তাঁকে বলতে শোনা যায়, ‘এরপরে ওর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, তাহলে তাণ্ডব হবে।’ চারিদিকে তখন আগুন জ্বলতে দেখা য়ায়। ছুটে এসে কারোর উপর কোপ মারতে দেখা যায় তাঁকে। ব্যস ওই পর্যন্তই। ꦜএরপরই পর্দায় বড় বড় করে লাল হরপে ফুটে ওঠে 'ডাইনি' লেখাটি। এরপর ঠিক কী ঘটবে, ঠিক কেমন এই গল্প তা জানতে হলে ১৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।
আরও পড়꧅ুন-দিব্যি পড়তে-লিখতে পারেন বাংলা, মজুমদার থেকে গুলজার হয়ে꧂ও মাতৃভাষাকে ভোলেননি রাখি
নির্ঝর মিত্রের পরিচালনায় এই 'ডাইনি' ওয়েব সিরিজে কেন্দ্রীয় ভূমিকায় দেখা মিলবে মিমির। এই সিরিজে মিমি চক্রবর্তীর বোনের ভূমিকায় দেখা যাবে ছোট পর্দার অতিপরিচিত মুখ শ্রুতি দাসকে। সিরিজের গল্পে🍰 ডাকিনীতন্ত্রের প্যাঁ জড়িয়ে পড়তে দেখা য🍷াবে দুই বোনকে। এই জাল থেকে কীভাবে মুক্তি পাবে মিমি-শ্রুতি? সে উত্তর জানতে গেলে অবশ্য 'ডাইনি'-এর মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে।
এর আগে গত ১১ ফেব্রুয়ারি মিমির জন্মদিনের দিনই মুক্তি পেয়েছিল এই সিরিজের প্রথম পোস্টার। আর এবার সামনে আনা হল অ্যানাউন্সমেন্ট ভিডিয়ো। যার ক্যাপশানে লেখা হয়েছে, টএকটা প্রত্যন্ত গ্রাম, এক ভয়ানক কুপ্রথা ও তাতে জড়িয়ে পড়া অনেকগুলো জীবন। ডাইনি ꦚএক বেঁচে থাকার গল্প, নিজের সর্বস্ব দিয়ে আপনজনকে রক্ষা করা💞র গল্প বলবে ডাইনি।' তবে সেই গল্প জানতে ১৪ মার্চ পর্যন্ত অপেক্ষা করতে হবে। হইচই-তে আসছে এই সিরিজ।