পুজোয় জমজমাট বক্স অফিসের লড়াই! এবার পুজোয় শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় আর নন্দিতা রায় হাজির হচ্ছেন ‘রক্তবীজ’ নিয়ে। অ্যাকশন আর সাসপেন্সে মোড়া ছবির ট্রেলার সামনে এল শনিবার। এই ছবিতে লিড রোলে দেখা মিলবে মিমি চক্রবর্তী আর আবির চট্টোপাধ্যায়কে। তবে এই ছবির সবচেয়ে বড় চমক ভিক্টর বন্দ্যোপাধ্যায়। এই ছবির সঙ্গে দীর্ঘদিন পর বাংলা ছবির পর্দায় ফিরলেন তিনি। আরও পড়ুন-‘খোলা হওয়ার মতো….’,প্রেমচর্চা ছিল তুঙ𒊎্গে! প্রসেনওজিৎ-এর জন্মদিনে ঋতুপর্ণা বললেন..
ছবির ট্রেলারেই স্পষ্ট ‘খাগড়াগড় কাণ্ড’ অবলম্বনে তৈরি হয়েছে এই ছবির চিত্রনাট্য। ২০১৪ সালের দুর্গাষ্টমীর দিন উৎসবের আনন্দ নিমেষে গায়েব হয় বর্ধমানের খাগড়াগড়ে। এক দোতলা বাড়ি কেঁপে উঠে বিস্ফোরণের শব্দে। ঘটনায় সাকিল আহমেদ এবং শোভন মণ্ডল নামে দু’জ♍নের মৃত্যু হয়। মামলার তদন্তভার যায় সিআইডি থেকে এনআইএয়ের হাতে। বিস্ফোরণ–কাণ্ডে জড়িত জেএমবি জঙ্গি গোষ্ঠী। ৩১ জনকে গ্রেফতার করা হয়। সেই হাড়হিম করা ঘটনাই এবার বড়পর্দায়।
শুধু খাগড়াগড় বিস্ফোরণ-কাণ্ডই নয়, ট্রেলারে ধরা পড়েছে বাঙালি রাষ্ট্রপতি অনিমেষ বাবুর পুজোর সময় গ্রামের বাড়ি🌌তে আসাও। প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের আদলে তৈরি ‘অনিমেষ’ ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের চরিত্র তা বলার অপেক্ষা রাখে না।
আরও পড়ুন-‘সমাজটা ভয়ঙ্কর নারী বিদ্বেষী’, বিস্ফোরক মিমি! যশের ইয়ারিয়াঁ ২ থেকে কেন সরলেন🐼?
রাষ্ট্রপতির গ্রামের বাড়ি থেকে ঢিল ছোঁড়া দূরত্বে সন্ত্রাসবাদী হামলার খবর আসতেই নড়ে বসেছে কেন্দ্র এবং রাজ্য। ট্রেলারের শুরুতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রে কন্ঠে মহিষাসুরমর্দিনী, তারপর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের ভয়স ওভার- ‘যে আগুনে যজ্ঞ হয় সেই আগুন༒েই হয় বিস্ফোরণ’। এই ছবিতে কেন্দ্রের তরফে খয়রাগড় বিস্ফোরণ (নাম পরিবর্তিত) তদন্ত🐷ের দায়িত্বে পঙ্কজ সিংহ ওরফে আবির চট্টোপাধ্যায়। রাজ্য এই তদন্তের দায়ভার দিয়েছে বর্ধমানের এসপি সংযুক্তা মিত্রর (মিমি) হাতে। এই প্রথমবার খাকি উর্দিতে মিমি। কেন্দ্র আর রাজ্য হাতে হাত মিলিয়ে পারবে সন্ত্রাসবাদীদের কড়া জবাব দিতে? রাষ্ট্রপতির সুরক্ষায় কোনও ভুলচুক হবে না তো? পুজোর আবহে কি ফের রক্ত ঝরবে? এই সব প্রশ্নের জবাব মিলবে ১৯শে অক্টোবর।
এই প্রথম কোনও বাংলা ছবির শ্যুটিং হয়েছে ইন্ডিয়া গেট ও রাষ্ট্রপতি ভবনে। মিমি-আবির-ভিক্টর ছাড়াও এই ছবিতে রয়েছেন অনসূয়া মজুমদার, দেবলীনা কুমার, সত্যম♍ ভট্টাচার্য, দেবাশীষ মন্ডল, কাঞ্চল মল্লিকরা। বাংলার পাশাপাশি হিন্দি, ওড়িয়া এবং অসমীয়া ভাষাতেও মুক্তি পাবে রক্তবীজ।