দিলওয়ালে দুꦇলহানিয়া লে জায়েঙ্গের ছোঁ🏅য়া লাগল ভারতীয় রেলের। থুড়ি অনুপ্রেরণা পেল! শাহরুখের ছবির সংলাপই হল ভারতীয় রেলের নতুন বিজ্ঞাপনের ভাষা।
সম্প্রতি রেল মন্ত্রকের তরফে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গ🦩ে ছবির একটি দৃশ্যকে মিম হিসেবে শেয়ার করা। অনেকেই রেল মদত বা ট্রেন সফরের সময় কোনও বিপদে পড়লে কাকে বা কোথায় কল করতে হবে সেটা জানেন না। সেই নম্বর প্রচারের জন্য এই মিম শেয়ার করা হয়েছে।
রেল মদত হেল্পলাইন নম্বর হল ১৩৯। ট্রেনের বিষয়ে কোনও জিজ্ঞাস্য থাকলে, কোনও কিছু জানার হলে বা কোনও অসুবিধার ক𝔉থা জান൩াতে হলে নাগরিকরা এই নম্বরে কল করতে পারেন।
আরও পড়ুন: বক্স অফিসে রাজার মত🌜ো প্রত্যাবর্তন, গদর ৩-এর খোয়াবে মশগুল সানি দেওল
রেল মন্ত্রকের তরফে এই মিম পোস্ট করে লেখা হয়, সহ🔯ায়তা মাত্র একটা কলের দূরত্বে আছে। প্রয়োজনে রেল মদত হেল্পলাইন নম্ꦏবরে ১৩৯ এ কল করুন। এই মিমে দেখা যাচ্ছে ট্রেনের সামনে সিমরান দাঁড়িয়ে। সঙ্গে তাঁর পরিবার। আর তাঁর বাবা তাঁকে বলছেন 'যা সিমরান যা। আর কোনও দরকার হলে ১৩৯ নম্বরে কল করবি।' ইতিমধ্যেই এই পোস্টের ৪৪.৪ হাজার ভিউজ হয়েছে। এছাড়া অনেকেই এই পোস্ট রিপোস্ট করেছেন। পেয়েছে বহু লাইকসও।
আরও পড়ুন: পুজো কমিটিগুলিকে ৭০ হাজারের অনুদান ঘোষণা, মুখ্যমন্ত্রীকে একহা꧃ত নিয়ে কী বললেন কমলেশ্বর?
প্রসঙ্গত শাহরুখ খান এবং কাজল অভিনীত এই ছবি ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল। বক্স অফিসে দারুণ সাড়াও পেয়েছিল এই ছবি। এটির একাধিক সংলাপ, গান আজও সমান ভাবেই জনপ্রিয়। এখানে সিমরানের ভূমিকায় অভিনয় করেছেন কাজল, রাজ মালহ♊োত্রার চরিত্রে ছিলেন শাহরুখ খান। সিমরানের বাবার চ🧸রিত্রে অভিনয় করেন অমরিশ পুরি, আর মা হয়েছিলেন ফরিদা জালাল। শাহরুখের বাবার চরিত্রে অনুপম খেরকে দেখা গিয়েছিল।