দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গের🔜 ছোঁয়া লাগল ভারতীয় রেলের। থুড়ি অনুপ্রেরণা পেল! শাহরুখের ছবির সংলাপই হল ভারতীয় রেলের নতুন বিজ্ঞাপনের ভাষা।
সম্প্রতি রেল মন্ত্রকের তরফে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গꦑে ছবির একটি দৃশ্যকে মিম হিসেবে শেয়ার করা। অনেকেই𓆏 রেল মদত বা ট্রেন সফরের সময় কোনও বিপদে পড়লে কাকে বা কোথায় কল করতে হবে সেটা জানেন না। সেই নম্বর প্রচারের জন্য এই মিম শেয়ার করা হয়েছে।
রেল মদত হেল্পꦇলাইন নম্বর হল ১৩৯। ট্রেনের বিষয়ে কোনও জিজ্ঞাস্য থাকলে, কোনও কিছু জানার হলে বা কোনও অসুবিধার কথা জানাতে হলে নাগরিকরা এই নম্বরে কল করতে পারেন।
আরও পড়ুন: বক্স অ💫ফিসে রাজার মতো প্রত্যাবর্🎃তন, গদর ৩-এর খোয়াবে মশগুল সানি দেওল
রেল মন্ত্রকের তরফে এই মিম পোস্ট করে লেখা হয়, সহায়তা মাত্র একটা কলཧের দূরত্বে আছে। প্রয়োজনে রেল মদত হেল্প🌊লাইন নম্বরে ১৩৯ এ কল করুন। এই মিমে দেখা যাচ্ছে ট্রেনের সামনে সিমরান দাঁড়িয়ে। সঙ্গে তাঁর পরিবার। আর তাঁর বাবা তাঁকে বলছেন 'যা সিমরান যা। আর কোনও দরকার হলে ১৩৯ নম্বরে কল করবি।' ইতিমধ্যেই এই পোস্টের ৪৪.৪ হাজার ভিউজ হয়েছে। এছাড়া অনেকেই এই পোস্ট রিপোস্ট করেছেন। পেয়েছে বহু লাইকসও।
আরও পড়ুন: পুজো কমিটিগুলিকে ৭০ হাজারের𝓰 অনুদান ঘোষণা, মুখ্যমন্ত্রীকে একহাত নিয়ে কী বললেন কমলেশ্বর?