সোশ্যাল মিডিয়ায় সে-রকম অ্যাক্টিভ নন আদৃত রায়। আর জি কর ইস্যুতে এতদিন ღসমাজমাধ্যমে কোনও পোস্ট করতে দেখা যায়নি উচ্ছেবাবুকে। তাঁর পেশাগত জীবন নিয়ে কানাঘুষোর মাঝেই এবার অরিজিতের সাপোর্টে মুখ খুললেন বাংলা টেলিভিশনের হার্টথ্রব নায়ক।
একথা কারুর অজানা নয়, অভিনয়ের পাশাপাশি সুগায়ক ‘মিঠাই’ তারকা। অরিজিৎ সিং-এর গানের ভক্ত বরাবরই ছিলেন আদৃত, তবে এবার তাঁর প্রতিবাদী সত্ত্বাকে কুর্নিশ 😼জানালেন অভিনেতা। আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক তরুণীর মৃত্যুর পর ২১ দিন অতিক্রান্ত। সময় যত পেরিয়েছে, ✨ততই ধাপে ধাপে নিজের মত প্রকাশ্যে এনেছেন অরিজিৎ।
আরজি করের ঘটনার প্রতিবাদে গান বেঁধেছেন অরিজিৎ। তাঁর গাওয়া, লেখা ও সুর করা ‘আর কবে’ ইতিমধ্যেই প্রতিবাদী চিকিৎসক-সহ নাগরিকদের নতুন অক্সিজেন জুগিয়েছে। এর জন্য় অবশ্য শাসক দলের সমর্থকদের কটাক্ষের মুখেও পড়তে হয়েಌছে অরিজিৎ-কে। কুণাল ঘোষ প্রশ্ন তুলেছেন, কেন-'বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে'। তবে অরিজিতের দরাজ প্রশংসা করে তাঁকে কুর্নিশ জানালেন আদৃত।
নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে অভিনেতা ‘শিরদাঁড়া’র সংজ্ঞা লেখেন। আদৃত লিখেছেন, ‘শিরদাঁড়াকে আমরা মেরুদণ্ডও বলে থাকি, এটা হাড় দিয়ে𝔍 তৈরি একটা স্ট্রাকচার যা শরীরকে সাপোর্ট♏ করে, সুষুম্না কাণ্ডকে রক্ষা করে। মানবদেহের মেরুদণ্ডে সর্বমোট ৩৩ টি কশেরুকা থাকে….মেরুদণ্ড আপনাকে বসতে, দাঁড়াতে, হাঁটতে, ঝুঁকতে, শরীরকে বেঁকাতে সাহায্য করে…তবে সত্যি বলতে আজকের দিনে খুব কম মানুষের শরীরে এটা থাকে… আর কবে, অরিজিৎ সিং স্যারকে স্যালুট’।
কুণাল ঘোষের কটাক্ষের মাঝেও বাংলার মানুষের আন্দোলনের প্রতি, সুপ্রিম কোর্টের উপর এখনও আস্থা রাখছেন অরিজিৎ সিং। এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ অরিজিৎ-এর আর কবে গান নিয়ে লেখেন- 'মহারাষ্ট্রের বদলাপুর নিয়ে হিন্দিতে গান হয় না। বা সাক্ষী মালিকদের নিয়ে। কারণ ওটা মূল কর্মক্ষেত্র, হিন্দি জগত, কাজ, টাকা, কেরিয়ার, তাই 💫চুপ?'
পরে অরিজিৎ ভক্তদের রোষের মুখে পড়ে তিনি পালটা জানান, অরিজিৎ ভালো ছেলে, ভালো গায়ক। আর কবে গানটাও দুর্দান্ত। কিন্তু বাংলার পাশাপাশি দেশের অনান্য রাজ্যে ঘটা ঘটনা নিয়েও অরিজিৎ-এর প্রতিবাদের কলম চলা উচিত ছিল, বল൲ে মনে করেন তিনি।
ওদিকে মিঠাই-এর পর এখন ছোটপর্দা থেকে দূরে আদৃত। শোনা যায়, এক হিন্দি মেগায় লিড চরিত্রে তাঁর কাজ করার কথা থাকলেও শেষ মুহূর্তে সরে দাঁড়ান নায়ক। আর এর জেরেই নাকি অভিনেতার 🦹আসন্ন ছবি ‘পাগলপ্রেমী’র কাজ থমকে। একই প্রযোজনা সংস্থার ছবি ‘পাগলপ্রেমী’। আদৃতের অপেশাদার আচরণে ক্ষুব্ধ তাঁরা।